শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী।ব্যান্ডের পাশাপাশি করছেন একক গানও। গত শুক্রবার তিনি গান করেছেন দেশ টিভির ‘কলের গান’ অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরু থেকেই দর্শক-শ্রোতাদের উদ্দেশে শাফিন আহমেদ বলেন, ‘সবার জন্য একটা চমক আছে।’ গান গাওয়ার ফাঁকে তিনি দেখালেন সেই চমক। ক্যামেরার সামনে ডেকে আনেন ছেলে অজিকে। এরপর অনুষ্ঠানে বাবার সঙ্গে গান গেয়েছেন অজি।
বাবার সঙ্গে অজি সেদিন শুরুতেই ‘জাদু’ গানটির ইংরেজি ভার্সন ‘ইটস ম্যাজিক’ গেয়ে শোনান। বাবার সঙ্গে কাভার সং করেও দর্শক-শ্রোতাদের মন জয় করেন। ছেলের পরিবেশনায় খুশি বাবা শাফিন আহমেদও। তিনি বললেন, ‘আমরা বাবা ও ছেলে মাস তিনেক আগে চ্যানেল টোয়েন্টিফোরে একটি অনুষ্ঠানের দুটি পর্বে গান করেছি। এ ছাড়া রেডিওর একটি অনুষ্ঠানে আমরা গান করেছি। এবার গাইলাম দেশ টিভিতে। এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে টেলিভিশন অনুষ্ঠানে অজির সাহসটা বাড়বে।শুধু তা-ই নয়, আত্মবিশ্বাসও বাড়বে অনেক গুণ। তা ছাড়া গান নিয়ে যেহেতু অজির চিন্তাভাবনা আছে, তাই এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে পরিবেশনার কৌশলগুলো সে আয়ত্ত করতে পারবে।’
শাফিন আহমেদ আরও বলেন, ‘অজি এখন কাভার সং করছে বেশি। আমিও শুরুর দিকে কাভার সং বেশি করেছি। কিন্তু একজন সংগীতশিল্পীর জন্য মৌলিক গান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তাই অজিকে এখন মৌলিক গান করার ব্যাপারে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। অনেকগুলো মৌলিক গান হলে তখন হয়তো একটি অ্যালবাম করার কথা ভাবা হবে।আর তাই ইদানীং অজিকে গান লেখার ব্যাপারেও উৎসাহ দিচ্ছি। নিজের লেখা গান করার মধ্যে অন্য রকম আনন্দ আছে বলে আমার মনে হয়। তবে অ্যালবামের জন্য অজিকে আরেকটু প্রস্তুত হতে হবে।’
শাফিন আহমেদের ছেলে অজি এখন ইংরেজি মাধ্যমে এ-লেভেল পড়ছেন। অজির প্রথম অ্যালবামের সবগুলো মৌলিক গানের সুর ও সংগীত পরিচালনা করবেন বাবা শাফিন আহমেদ।
(২১ এপ্রিল/২০১৩)নিউজরুম।