ইনজুরির কারণে লা লিগার শেষ ম্যাচটিতে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি।তাঁকে ছাড়াই রিয়াল মালোর্কার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছিল বার্সেলোনা।লিগ ম্যাচে মেসির অনুপস্থিতিতে তেমন কোনো অসুবিধা হয়নি কাতালানদের। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই। বার্সেলোনার সমর্থকদের জন্য সুখবর, ইনজুরির বাধা কাটিয়ে গতকালই অনুশীলনে ফিরেছেন এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
২ এপ্রিল পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হাঁটুতে আঘাত পেয়েছিলেন লিওনেল মেসি। ফলে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হলো আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে। তবে বার্সেলোনার সমর্থকদের ভয়টা ছিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ঘিরে। এই উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে মেসিকে মাঠে পাওয়া যাবে তো? এ প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল বার্সেলোনা-সমর্থকদের মনে।তাঁরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ, সতীর্থদের সঙ্গে আবারও বার্সেলোনার অনুশীলনে দেখা গেছে মেসিকে। গতকাল বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘আজকের অনুশীলনের সবচেয়ে বড় খবর হলো মেসির উপস্থিতি।’
২৩ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা।— রয়টার্স
১৯ এপ্রিল /২০১৩.