প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ৩৮৯ রানের জবাবে বাংলাদেশের ১৩৪। হারারে টেস্টে ফলোঅনেই পড়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশকে ব্যাট করতে না পাঠিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছে অবশ্য খুব বাজেভাবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩২ রান। অধিনায়ক ব্রেন্ডন টেলর ৯ ও এলটন চিগুম্বুরা ৩ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের পতন ঘটা চার উইকেটেই চারটিই তুলে নিয়েছেন মিডিয়াম ফাস্ট বোলার রবিউল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের চেয়ে ২৮৭ রানে এগিয়ে জিম্বাবুয়ে।
১ উইকেটে ৯৫ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দলীয় ১০২ রানে সাজঘরে ফেরেন জহুরুল। সেই তো শুরু। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার খেলায় মাত্র ১৩৪ রানের মধ্যেই মুশফিকুরদের ইনিংস শেষ!
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৪ রান। বিরতির পর দলীয় সংগ্রহে আর কোনো রান যোগ করতে সমর্থ হননি ব্যাটসম্যানরা। মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের পতন ঘটা চার উইকেটের তিনটিই নেন কেইল জার্ভিস। সব মিলিয়ে জার্ভিসের শিকার চার উইকেট। চারটি উইকেট তুলে নেন শিঙ্গি মাসাকাদজাও। এ ছাড়া দুটি উইকেট নেন কিগান মেথ।
গতকাল শাহরিয়ার নাফীস আউট হন ব্যক্তিগত ২৯ রানে। আজ জহুরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল ফেরেন যথাক্রমে ৪৩ ও ৩৮ রান করে। এই তিন ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশের হয়ে কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রুবেল হোসেন ও রবিউল ইসলাম তো রানের খাতাই খুলতে পারেননি।
প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ের বড় সংগ্রহের কারিগর ছিলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। একাই ১৭১ রান করেন তিনি। ম্যালকম ওয়ালার সংগ্রহ ৫৫ রান। এ ছাড়া গ্রায়েম ক্রেমার ৪২, হ্যামিলটন মাসাকাদজা ২৫ এবং কিগান মেথ ও শিঙ্গি মাসাকাদজা প্রত্যেকে ২১ রান করেন। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন রবিউল ইসলাম ও এনামুল হক জুনিয়র। এ ছাড়া দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সোহাগ গাজী।
১৯ এপ্রিল /২০১৩.