সবার মধ্যে টানটান উত্তেজনা—কোন শিল্পীরা এবার পাবেন মেরিল-প্রথম আলো তারকা জরিপ ২০১২-এর পুরস্কার? জানা যাবে আর কয়েক দিন পর। এখন জেনে নিন তারকা জরিপে মনোনীত শিল্পীদের অনুভূতি
সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
জয়া আহসান
আমাদের গল্প
আমি এবার মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা টিভি নাটক ও চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগ—দুই জায়গাতেই মনোনয়ন পেয়েছি। এটা অবশ্যই আনন্দের বিষয়। আমাদের গল্প নামে যে নাটকের জন্য আমি তারকা জরিপে মনোনীত হয়েছি, ওই একই নাটকের জন্য পেয়েছি সমালোচকের মনোনয়নও। ফলে আনন্দটা একটু বেশি। তবে এবার আমি ভাবিনি যে নাটকে মনোনয়ন পাব। কারণ, এখন নাটক থেকে আমি একটু দূরে আছি। তার পরও ভালো লাগছে। কেননা, ভালো কাজের স্বীকৃতি পেয়েছি। আমি খুবই খুশি।
তিশা
লংমার্চ
লংমার্চ নাটকের জন্য আমি এ বছর মেরিল-প্রথম আলো তারকা জরিপে মনোনয়ন পেয়েছি।এর আগেও এ প্রতিযোগিতায় দর্শকেরা আমাকে মনোনয়ন দিয়েছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। মনোনয়ন পেতে কার না ভালো লাগে! দর্শক আমার কাজের মূল্যায়ন করেছেন, আমাকে ভোট দিয়েছেন; আমার কাছে এটাই অনেক বড়। তবে যদি চূড়ান্তভাবে মনোনীত হই, সেটা তো আরও অনেক বড় পাওয়া হবে আমার জন্য।
বিদ্যা সিনহা মীম
কিক অফ
এই মনোনয়ন আমার জন্য অনেক বড় পাওয়া। খুবই খুশি লাগছে। কিক অফ নাটকের জন্য মনোনয়ন পেয়ে আরও ভালো লাগছে। কারণ, এ নাটকে কাজ করতে গিয়ে অনেক পরিশ্রম করেছিলাম। তবে আমার সঙ্গে এ বিভাগে যাঁরা মনোনয়ন পেয়েছেন, সবাই খুব ভালো অভিনয়শিল্পী। তাঁদের সঙ্গে সঙ্গে দর্শক আমাকে মনোনীত করেছেন—আমি খুব খুশি।দর্শকের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। পুরস্কার পেলে তো অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার কাছে এ মনোনয়নও কম বড় পুরস্কার নয়!
সুমাইয়া শিমু
রেডিও চকলেট
গত বছর মনোনয়ন পেয়েছিলাম ললিতা ধারাবাহিকের জন্য। এবার পেয়েছি রেডিও চকলেট ধারাবাহিকে। কী বলব, খুব ভালো লাগছে। মেরিল-প্রথম আলো পুরস্কারে অনেকবার আমি মনোনীত হয়েছি। এটা আমার জন্য খুব সম্মানের বিষয়। দর্শক আমার নাটক দেখেন, প্রতিবার কষ্ট করে আমাকে ভোট দেন—তাঁদের ভালোবাসায় আমি মুগ্ধ।চূড়ান্ত পর্যায়ে পুরস্কার পেলে খুশিটা সীমাহীন হয়ে যাবে!
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)
চঞ্চল চৌধুরী
অলসপুর
(শিল্পী দেশের বাইরে থাকায় অনুভূতি জানা সম্ভব হয়নি।)
জাহিদ হাসান
আরমান ভাই হানিমুনে
এ পর্যন্ত যতবার মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরষ্কার অনুষ্ঠান হয়েছে, ততবারই আমি মনোনয়ন পেয়েছি। এটা আমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার।দর্শকদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। এ জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। তবে বলে রাখি, মনোনয়ন পাওয়ায় আমি নিজেও কিন্তু অসম্ভব খুশি হয়েছি!
তাহসান
মনসুবা জংশন
আমি তো নিয়মিত অভিনয় করি না। তাই কখনো কখনো নিজের কাছে মনে হয়, অভিনয়টা আমি পারি না। মনসুবা জংশন নাটকটিতে অভিনয় করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছি।ভালো লাগছে। এটি কাজের স্বীকৃতি। এখন মনে হচ্ছে, অভিনয়টা কিছুটা হলেও পারি।তাই এখন নিয়মিত অভিনয় করার আগ্রহ বেড়ে যাচ্ছে আমার।
মোশাররফ করিম
রেডিও চকলেট
কাজের স্বীকৃতি পেলে অবশ্যই ভালো লাগে। আমারও ভালো লাগছে। দর্শকেরা সব সময় আমাকে সমর্থন দিয়ে আসছেন। তাই তাঁদের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা। আর কী বলতে পারি! চূড়ান্ত পর্বে পুরস্কার পেলে আরও ভালো লাগবে। তবে দর্শকদের এই মনোনয়নে আমি খুব খুশি।
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
অপু বিশ্বাস
এক টাকার দেনমোহর
গত বছর আমার ছয়-সাতটা ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে এক টাকার দেনমোহর ছবির জন্য দর্শক আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি খুশি। মনোনয়ন পাওয়াটা কাজের এক ধরনের স্বীকৃতি। চূড়ান্ত পর্বে গিয়ে পুরস্কার জিততে পারলে সেই স্বীকৃতি পূর্ণতা পায়। চূড়ান্ত পর্বে গিয়ে কী হয়, তা দেখার অপেক্ষায় থাকলাম।
কুসুম সিকদার
লালটিপ
আমি ভীষণ খুশি হয়েছি। যে দর্শকেরা ভোট দিয়ে আমাকে চূড়ান্ত পর্বের মনোনয়নে স্থান করে দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি মনে করি, সম্মানজনক এই তারকা জরিপে মনোনয়ন জিততে পারাটাও অনেক বড় ব্যাপার।
জয়া আহসান
চোরাবালি
গতবার আমি গেরিলা চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো তারকা জরিপে মনোনয়ন পেয়েছিলাম। এবার পেলাম চোরাবালি ছবিতে অভিনয়ের জন্য। দর্শকদের এই আন্তরিকতায় আমি অভিভূত। দর্শকদের অভিনন্দন ও স্বীকৃতিই আমাকে প্রতিনিয়ত ভালো কাজের উৎসাহ জোগায়। তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।
বর্ষা
মোস্ট ওয়েলকাম
গত বছর চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়েছিলাম। মনটা খারাপ হয়ে গিয়েছিল। এবার চূড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছি। অবশ্যই ভালো লাগছে। এটা ভালো কাজের স্বীকৃতি।আমি আমার পুরস্কার পেয়ে গেছি। তার পরও মনোনয়ন যাঁরা পান, একদম চূড়ান্ত পর্বে পুরস্কার জেতার আশাও তাঁদের থাকে। আমিও তেমনটা আশা করছি।
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
অনন্ত
মোস্ট ওয়েলকাম
চূড়ান্ত পর্বে মনোনয়ন পাওয়ায় ভালোই লাগছে। সম্মানের দিক দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পরেই মেরিল-প্রথম আলো পুরস্কারের অবস্থান। এ ধরনের তারকা জরিপে মনোনয়ন কিংবা পদকপ্রাপ্তি শিল্পীকে কাজের ক্ষেত্রে উৎসাহিত করে। আর প্রথম আলো প্রতিবছর এ ধরনের মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। এ জন্য তাদের আন্তরিক সাধুবাদ জানাই।
ফেরদৌস
হঠাৎ সেদিন
মনোনয়ন পাওয়া একটা দারুণ ব্যাপার। এটা ভালো কাজের স্বীকৃতি। এ পর্যন্ত মেরিল-প্রথম আলো তারকা জরিপে সর্বাধিক মনোনয়ন পেয়েছি। এ জন্য মাঝেমধ্যে আমার মনে হয়, দর্শকের কাছে এখনো ভালো কাজ দিয়ে যেতে পারছি আমি। বিনিময়ে পাচ্ছি তাঁদের ভালোবাসা। আমি মনে করি, মনোনয়ন যাঁরা পান, তাঁরা সবাই প্রথম হওয়ার যোগ্যতা রাখেন। তারকা জরিপে এবারও মনোনয়ন পাওয়ায় আমি খুব খুশি।
শহীদুজ্জামান সেলিম
চোরাবালি
অনেক ভালো লাগছে। আমি তো চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করি না। কিন্তু চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের কাতারে দর্শক আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার কাছে এটা অবাক করা কাণ্ড মনে হচ্ছে। ভাবছি, ঠিকমতো এখানে অভিনয় করলে চূড়ান্তভাবে পুরস্কার ছিনিয়ে আনা সম্ভব। মনোনয়ন পাওয়ায় আমার অনুভূতি এককথায় অসাধারণ!
শাকিব খান
কোটি টাকার কাবিন
প্রথমত যেকোনো পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়াটাই আনন্দের। মেরিল-প্রথম আলো তারকা জরিপে দর্শকেরা আমাকে মনোনয়ন দিয়েছেন, এ জন্য তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা। দর্শকদের ভালোবাসার ফলেই আমি আজ শাকিব খান। আসলে স্বীকৃতি ভালো কাজের ইচ্ছাশক্তি আরও বাড়িয়ে দেয়। খুবই খুশি হয়েছি আমি।
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)
আরফিন রুমী
তুমি আমার
গান করতে আমি এখন যুক্তরাষ্ট্রে আছি। মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা চারে স্থান পেয়ে আমি আনন্দিত। যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁরা সবাই আমার অনেক পছন্দের। যে গানের জন্য আমি সেরা গায়কের মনোনয়ন পেয়েছি, বিভিন্ন কনসার্ট বা ঘরোয়া অনুষ্ঠানে ওই গানটির জন্য প্রচুর অনুরোধ আসে। অনেক যত্ন নিয়ে গানটি করা হয়েছিল। এখন মনে হচ্ছে, আমার পরিশ্রম সার্থক হয়েছে।
বাপ্পা মজুমদার
বেঁচে থাক সবুজ
খুব ভালো লাগছে। অ্যালবামটা অনেক যত্ন নিয়ে করেছিলাম। শ্রোতাদের এই মনোনয়নের মাধ্যমে কাজের স্বীকৃতি পেলাম। আসলে যেকোনো কাজের স্বীকৃতিই আনন্দের। আমারও আনন্দ লাগছে। খুবই সম্মানিত বোধ করছি। এখন দায়িত্ব অনেক বেড়ে গেল। শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা।
শহীদ
এক জীবন ২
অবশ্যই খুশি লাগছে। মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য সারা বছর সবাই উৎসুক হয়ে থাকেন। কারণ, এ প্রতিযোগিতার বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ। আমার ভালো লাগছে এই ভেবে যে এ রকম একটি প্রতিযোগিতায় আমাকে মনোনীত করেছেন দর্শকেরা। এই মনোনয়ন আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজে উৎসাহ জোগাবে।
হাবিব ওয়াহিদ
স্বাধীন
আমার মনে হয়, কোনো শিল্পী পুরস্কারের আশা নিয়ে গান করেন না। তবে মনোনয়ন বা পুরস্কার পেলে সবারই ভালো লাগে। মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন অনেক বছর ধরেই পাচ্ছি। এই পুরস্কারের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবারে ছোট্ট করে নিজের অনুভূতি জানাই, ‘ভালো লাগছে, দারুণ ভালো লাগছে।’ পুরস্কার অবশ্যই সবাইকে অনুপ্রাণিত করে, আমাকেও করেছে। ভবিষ্যতে আরও ভালো কাজ করার আশা রাখি।
সেরা কণ্ঠশিল্পী (নারী)
কনা
চঞ্চলা মন
কয়েক বছর ধরে মনোনয়ন পাচ্ছি। ভালো লাগছে এবার পেয়েও। এই মনোনয়ন সরাসরি দর্শকের কাছ থেকে আসায় তাঁদের প্রতিক্রিয়াও জানা যায়। ফলে এ মনোনয়ন খুবই সম্মানজনক। এরপর পুরস্কার যদি পেয়ে যাই, তাহলে আরও ভালো লাগবে। এখন এটুকু বলি, মনোনয়ন পেয়ে আমি গর্বিত।
কৃষ্ণকলি
বুনোফুল
শ্রোতারা যখন গান শুনে প্রতিক্রিয়া জানান শিল্পী হিসেবে তখন তো ভালোই লাগে।শ্রেতাদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। এর আগে আমার গান শুনে একজন আমাদের পাঠশালার জন্য বড় অঙ্কের অর্থ সাহায্য করেছিলেন। এখন পর্যন্ত আমার কাছে সেটিই শ্রেষ্ঠ পুরস্কারের মর্যাদায় আসীন। তবে আমি পুরস্কারের জন্য গান করি না, গান করি মানুষের জন্য। তার পরও বলব, ভালো লাগছে।
ন্যান্সি
ভালোবাসি তোমায়
এর আগেও কয়েকবার মনোনয়ন পেয়েছি। এবারও মনোনয়ন পেয়ে ভালো লাগছে। আসলে মুগ্ধতা প্রকাশ করার ক্ষেত্রে ‘ভালো লাগছে’—এর চেয়ে বড় কিছু কি আর বলা যায়? আমার মনে হয়, যায় না। এ মনোনয়নের সঙ্গে শ্রোতাদের অনুভূতি জড়িত। তাই মনোনয়ন পেয়েই আমি খুশি। এরপর চূড়ান্ত পুরস্কার পেয়ে গেলে সেই খুশিটা দ্বিগুণ হবে। আসলে মানুষের চাওয়া-পাওয়ার তো শেষ নেই।
পড়শী
পড়শী-২
শ্রোতারা আমার গান পছন্দ করেছেন, কষ্ট করে আমাকে ভোট দিয়ে মনোনীত করেছেন, এতেই আমি খুশি। শুধু খুশি বললে ভুল হবে—অনেক খুশি। আমি বলব, সারা জীবন শ্রোতারা এভাবেই যেন আমার পাশে থাকেন।
সমালোচকদের রায়ে মনোনীত যাঁরা
শ্রেষ্ঠ চলচ্চিত্র
ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
উত্তরের সুর
এবার মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে যে তিনটি ছবিকে সমালোচকেরা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মনোনয়ন দিয়েছেন, সেগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। বিষয়টি আমাদের জন্য আনন্দের। উত্তরের সুর নির্মাণ করেছেন শাহনেওয়াজ কাকলী। এটা তাঁর প্রথম ছবি। ইমপ্রেস প্রযোজিত এ ছবিটি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন পেয়েছে। এ জন্য আমাদের আনন্দের শেষ নেই।
ঘেটুপুত্র কমলা
ঘেটুপুত্র কমলা যেমন হুমায়ূন আহমেদের শেষ ছবি, তেমনি এটা তাঁর স্বপ্নের চলচ্চিত্রও। ছবিটি নির্মাণের আগে তিনি বারবার বলতেন, ছবিটি হবে তাঁর জীবনের শেষ ছবি। কিন্তু আমরা কখনোই বুঝতে পারিনি, সত্যি সত্যিই এ ছবি তাঁর জীবনের শেষ ছবি হয়ে যাবে! ছবিটি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে সমালোচকদের রায়ে মনোনয়ন পেয়েছে। বেঁচে থাকলে হুমায়ূন আহমেদ খুবই খুশি হতেন।
পিতা
নতুন পরিচালক হিসেবে মাসুদ আখন্দ এ ছবিটি নির্মাণ করেছেন। তিনি বিদেশে পড়ালেখা করে দেশের জন্য ছবি বানিয়েছেন। তাও আবার মুক্তিযুদ্ধের গল্প নিয়ে।আমাদের এই চলচ্চিত্রও মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন পেয়েছে।ভালো লাগার অনুভূতি প্রকাশ ছাড়া আর কিছুই বলার নেই আমার—খুবই ভালো লাগছে!
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
তারিক আনাম খান, ঘেটুপুত্র কমলা
আমি খুবই আশ্চর্য হচ্ছি খবরটি শুনে! এ ধরনের স্বীকৃতি শিল্পীদের আরও ভালো কাজের প্রেরণা জোগায়। আজ এই আনন্দের ক্ষণে হুমায়ূন আহমেদের কথা
খুব মনে পড়ছে। ঘেটুপুত্র কমলায় আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল।
চরিত্রটি ধারণ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। তবে আমার কাছে মনোনয়ন পাওয়াটা কিন্তু একেবারেই অপ্রত্যাশিত!
মামুন, ঘেটুপুত্র কমলা
আমি এর আগে বাংলালিংকের মডেল হিসেবে মেরিল-প্রথম আলো তারকা জরিপে মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু চূড়ান্ত পুরস্কার পাইনি। ওই সময় আমার মা বলেছিলেন, ‘দেখবা আবার তুমি মনোনয়ন পাবা। পুরস্কারও পাবা।’ কিন্তু ঘেটুপুত্র কমলা মুক্তির আগেই আমার মা মারা গেছেন। বেঁচে থাকলে আজ হয়তো অনেক খুশি হতেন তিনি। তবে আমি যে মনোনয়ন পেয়েছি, এ জন্য খুবই খুশি লাগছে। আমি হুমায়ূন আহমেদ স্যারের প্রতি কৃতজ্ঞ।
মাসুদ আখন্দ, পিতা
পিতা ছবিতে আমি অভিনয় করেছি নিতান্ত বাধ্য হয়ে। কারণ, ছবির বাজেট ছিল অনেক কম। এ কারণে এই চরিত্রটির জন্য অন্য কোনো শিল্পীকে নেওয়ার সামর্থ্য ছিল না আমার। একই সমস্যার কারণে আরও কয়েকটি চরিত্রেও এমন কাজ করতে হয়েছে। যাই হোক, প্রয়োজনের খাতিরেই অভিনয় করেছি। তারপর অভিনয়ের জন্য মনোনয়নও পেয়েছি। কী বলব, ভালোই লাগছে।
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
পিয়া, চোরাবালি
ও মাই গড! আমি তো চিন্তাই করিনি। চোরাবালি ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই অভিনয়ে আমার পথচলা শুরু। প্রথম অভিনয়েই বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছি! আমি ভাবতেই পারছি না। খুবই আনন্দ লাগছে। বলতে পারেন এ বছরটা আমার জন্য অনেক লাকি।
মেঘলা, উত্তরের সুর
উত্তরের সুর চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমেই চলচ্চিত্রে আমার অভিনয়ের সূচনা। প্রথম অভিনয় করেই মনোনয়ন পেয়েছি! খুব ভালো লাগছে। তবে এই জায়গায় আসার ক্ষেত্রে আমার বাবা-মার অবদান অনেক বেশি। এ ছাড়া এই মনোনয়ন পাওয়ার জন্য আমি ছবির পরিচালক শাহনেওয়াজ কাকলীর কাছে কৃতজ্ঞ।
শামীমা নাজনীন, ঘেটুপুত্র কমলা
ঘেটুপুত্র কমলা ছবির কথা মনে হলে হুমায়ূন আহমেদের কথা মনে পড়ে। তাঁর চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটাও গর্বের। তিনি যে আমার ওপর আস্থা রেখে আমাকে দিয়ে অভিনয় করিয়েছেন, সমালোচক পুরস্কারে মনোনীত হওয়ার পর মনে হচ্ছে, তাঁর সেই আস্থার সম্মান বোধ হয় রাখতে পেরেছি। এ ছবিতে অভিনয় করে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন পেয়েছি—খুবই ভালো লাগছে।
শ্রেষ্ঠ টিভি নাটক নির্দেশক
অনিমেষ আইচ, নয়টার সংবাদ
আমি শ্রেষ্ঠ টিভি নাটক নির্দেশক হিসেবে সমালোচকদের মনোনয়ন পেয়েছি—এটা অবশ্যই আনন্দের সংবাদ। আমি সব সময় মানসম্মত ভালো নাটক নির্মাণের চেষ্টা করি। দর্শক ও সমালোচকেরা সেটি ভালোভাবে গ্রহণ করলে পরিশ্রম সার্থক হয়েছে, এমন মনে হয়। নয়টার সংবাদও বানিয়েছিলাম অনেক পরিশ্রম করে। এই মনোনয়নের পর তাই মনে হচ্ছে, আমার পরিশ্রম বৃথা যায়নি।
আবু রায়হান জুয়েল, সবুজ ভেলভেট
সবুজ ভেলভেট আমার নির্দেশিত প্রথম নাটক। প্রথম নাটকেই সমালোচকদের মনোনয়ন—পুরো বিষয়টি আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনো ঠিক বিশ্বাস হতে চাচ্ছে না। আমি ভেবেছিলাম, এই নাটকের জন্য পাভেল ভাই (আজাদ আবুল কালাম) ও তারিন আপা মনোনয়ন পাবেন। কারণ, তাঁরা অনেক পরিশ্রম করেছেন, অনেক ভালো অভিনয় করেছেন। কিন্তু আমিও যে শ্রেষ্ঠ নির্দেশকের মনোনয়ন পাব, সত্যিই এতটা ভাবিনি। আমি দারুণ খুশি, ভীষণ খুশি।
হাসান মোরশেদ, জর্দা জামাল
ভালো কাজের যে মূল্যায়ন হয়, এখন কেন যেন এটা বারবার মনে হচ্ছে। এটা আমার তৃতীয় নাটক। গত বছরের জুলাই মাসে ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং করেছিলাম। ইচ্ছা ছিল একটি ভালো মানের নাটক করার। সত্যি বলছি, পুরস্কার কিংবা মনোনয়ন—এসব তখন মাথায়ও ছিল না। তবে এখন খুব ভালো লাগছে। সমালোচকেরা আমার নাটককে যোগ্য বিবেচনায় মনোনীত করেছেন—এটাই আমার কাছে অনেক বড় পুরস্কার।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক
মাসুদ আখন্দ, পিতা
পিতা পরিচালক হিসেবে আমার প্রথম চলচ্চিত্র। বাজেট স্বল্পতার কারণে অনেক কিছু মাথায় রেখে কাজটি করতে হয়েছে। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তিনজনকে মনোনয়ন দিয়েছেন সমালোচকরা, তার মধ্যে আমি একজন! এটি খুবই আনন্দের সংবাদ।
রেদওয়ান রনি, চোরাবালি
আমার প্রথম চলচ্চিত্র চোরাবালির জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন পেয়েছি। অনেক অনেক ভালো লাগছে। চোরাবালি ছবিটি দর্শক এবং সুধীমহলে প্রশংসা পেয়েছে। পুরস্কার পেলে আমার ভালোলাগা আরও পূর্ণতা পাবে।
হুমায়ূন আহমেদ, ঘেটুপুত্র কমলা
(হুমায়ূন আহমেদ গত বছর মারা গেছেন। ঘেটুপুত্র কমলা ছিল তাঁর শেষ ছবি।)
শ্রেষ্ঠ টিভি চিত্রনাট্যকার
অনিমেষ আইচ, নয়টার সংবাদ
আমি যত বছর ধরে কাজ করছি, সব সময়ই মেরিল-প্রথম আলো পুরস্কারের বিভিন্ন শাখায় মনোনীত হয়েছি। আসলে মনোনয়ন বা পুরস্কার ভালো কাজে উৎসাহ দেয়। আর এই সমালোচক পুরস্কারটি খুবই সম্মানের। নয়টার সংবাদ নাটকের জন্য আমি একই সঙ্গে শ্রেষ্ঠ টিভি চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ টিভি নাটক নির্দেশক বিভাগে মনোনীত হয়েছি। এ জন্য উচ্ছ্বাসটা একটু বেশি। এই নাটকের চিত্রনাট্যকার হিসেবে মনোনয়ন পেয়ে খুব ভালো লাগছে।
আজাদ আবুল কালাম, সবুজ ভেলভেট
নানা জায়গায় ও নানা ক্ষেত্রে মনোনয়ন পেতে আমি অভ্যস্ত। সম্ভবত কোনো এক ঈদ উপলক্ষে প্রচারিত হয়েছিল এই সবুজ ভেলভেট নাটকটি। এই নাটকের গল্প গড়ে উঠেছে একটি ট্রেনের ভেতর। ট্রেনের ভেতরই ঘটে নাটকের বিভিন্ন ঘটনাপরম্পরা। এ নাটকের চিত্রনাট্যকার হিসেবে মনোনয়ন পেয়ে ভালো লাগছে।
শিবব্রত বর্মণ, খেলা খেলা সারাবেলা
কী বলব, সমালোচকদের মনোনয়ন পেয়ে ভালো লাগছে। অনেক আগ থেকে আমি নাটক লিখি।এবার মনোনয়ন পেলাম। এই নাটকটি লেখার ভাবনা প্রথম মাথায় আসে উমবের্তো একোর একটি ভাষাবিষয়ক প্রবন্ধ ‘কান্ট অ্যান্ড প্লাটিপাস’ পড়ার পর। আমরা যে বাস্তবতায় বাস করি, তার বাইরেও অন্যতর আরও বাস্তবতা আছে—মোটা দাগে নাটকের বিষয়বস্তু এমন। এই নাটকের জন্য মনোনয়ন পাব ভাবিনি। বড় কথা হলো, মনোনয়ন বা পুরস্কারের আশায় নাটকও লিখিনি। তবে এখন ভালো লাগছে।
শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী (পুরুষ)
আজাদ আবুল কালাম, সবুজ ভেলভেট
সবুজ ভেলভেট নাটকের পুরোটাই শুটিং হয়েছে একটি ট্রেনের ভেতরে। নাটকটি আমি লিখেছি এবং অভিনয়ও করেছি। পরে দেখি, চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পী দুই জায়গাতেই সমালোচকদের মনোনয়ন পেয়েছি।
মোশাররফ করিম, জর্দা জামাল
ভালো লাগছে। জর্দা জামাল নাটকে একজন সহজ-সরল ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলাম। অভিনয়ের ক্ষেত্রে সব সময় আমি নিজেকে ভাঙতে চেষ্টা করি। এখানেও তার ব্যতিক্রম ছিল না। সমালোচকদের মনোনয়ন পাওয়ায় ভালো লাগছে।
সাইদ বাবু, খেলা খেলা সারাবেলা
মেরিল-প্রথম আলো পুরস্কারে এই প্রথম মনোনয়ন পেলাম। আমি খুবই বিস্মিত! আজাদ আবুল কালাম ও মোশাররফ করিমের মতো বড় মাপের অভিনেতার সঙ্গে সমালোচকেরা আমাকে মনোনীত করেছেন, বলেন কী! চূড়ান্ত পর্যায়ে কে পুরস্কার পাবেন জানি না; কিন্তু আমার পুরস্কার আমি এর মধ্যেই পেয়ে গেছি।
শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী (নারী)
জয়া আহসান, আমাদের গল্প
সমালোচকদের মনোনয়ন নানা দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। তাই এই বিভাগে মনোনয়ন পাওয়ায় খুবই সম্মানিত বোধ করছি, ভালো লাগছে বললেও কম বলা হবে। আমাদের গল্প—এই নাটকের মাধ্যমে আমি দর্শকদের ভোটে তারকা জরিপেও মনোনীত হয়েছি।
তারিন, সবুজ ভেলভেট
মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে এবার শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনয়ন পেয়ে ভালো লাগছে। যেকোনো মনোনয়নই অনেক আনন্দের। বড় কথা হলো, সমালোচকেরা যে আমাকে মনোনীত করেছেন, আমার কাছে এর মূল্য আকাশ সমান।
লায়লা হাসান, নয়টার সংবাদ
এই মনোনয়ন আমার কাছে অভাবনীয় মনে হচ্ছে। বেশ কিছুদিন আমি অভিনয় থেকে দূরে ছিলাম। নতুন করে কাজ শুরুর পরপর এই মনোনয়ন—আমি আসলেই বিস্মিত! আর যাঁদের সঙ্গে আমি এই মনোনয়ন লাভ করেছি, তাঁদের সঙ্গে আমার বয়সের পার্থক্য বিস্তর।তাই বিস্ময়টা আরও বেশি।
মনোনীত শিল্পীদের নাম ছাপা হলো বর্ণানুক্রমে
১৮ এপ্রিল /২০১৩.