‘জীবনে প্রেম নেই বলেই আমি প্রেমের ছবি বানাই। শিল্পকর্মই আমার জীবনকে পূর্ণ করে।’ সম্প্রতি এমন মন্তব্যই করেছেন ‘হাম দিল দে চুকে সোনম’খ্যাত বলিউডের চলচ্চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানশালী।
ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলাভাবেই কথা বলেছেন সঞ্জয়। জীবনে বিশেষ কেউ না থাকায় শূন্যতা অনুভব করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোটেও না। আমি নিজেই এমন একাকী জীবন বেছে নিয়েছি। এটা ঠিক যে আমার জীবনেও প্রেম এসেছিল।কিন্তু শেষ পর্যন্ত তা টেকেনি। সত্যি বলতে কি, আমি ভবঘুরে স্বভাবের একজন মানুষ। কিছুটা স্বেচ্ছাচারীও বটে। সম্পর্কের বোঝা বহন করে সামনে এগোতে পারি না আমি।’
সঞ্জয় আরও বলেন, ‘শৈশবে চোখের সামনে অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমি।উপলব্ধি করেছি, সম্পর্কের টানাপোড়েন মানুষের মনোজগেক কীভাবে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। প্রত্যেক মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্য গড়ে ওঠে তাঁর পুঞ্জীভূত অতীত অভিজ্ঞতা থেকে। আমার ক্ষেত্রেও সেটা ঘটেছে। সম্ভবত এ কারণেই আমার ভালোবাসার সম্পর্কে আস্থা রাখতে পারি না।’
জীবনে কিছুটা অপূর্ণতা থাকলেও নিজেকে অসুখী মনে করেন না ৫০ বছর বয়সী সঞ্জয়।এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ভালোবাসার পাশাপাশি যন্ত্রণা, ভোগান্তি, দ্বন্দ্ব-সংঘাত জীবনে এসেছে বলেই আজকের অবস্থানে পৌঁছতে পেরেছি আমি। হতে পারে আমার জীবন পরিপূর্ণ নয়। তার পরও জীবন নিয়ে মোটেও অসুখী নই আমি।’
চলচ্চিত্র নিয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ‘খামোশি’, ‘হাম দিল দে চুকে সোনম’, ‘দেবদাস’ ও ‘সাওয়ারিয়া’র মতো নিটোল প্রেমের ছবি উপহার দিয়েছেন সঞ্জয় লীলা বানশালী। নির্মাণ করছেন শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে চলচ্চিত্র ‘রাম-লীলা’। চলচ্চিত্র জগতে সালমান খানকে খুব কাছের মানুষ মনে করেন বলেই জানিয়েছেন সঞ্জয়।
১৮ এপ্রিল /২০১৩.