বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নেতা আরিফ রায়হানকে কুপিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর নাম মেজবাহউদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিএপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
আরিফ যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও নজরুল ইসলাম হলের ২২৪ নম্বর কক্ষে থাকেন। ৯ এপ্রিল নিজের হলেই তাঁর ওপর এ হামলা চালানো হয়। তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। ২০১১ সালে জ্যেষ্ঠ এক ছাত্রকে মারধরের ঘটনায় তাঁকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন।
১৮ এপ্রিল /২০১৩.