পৃথিবীর সবচেয়ে দামি আইফোন ৫

0
171
Print Friendly, PDF & Email

২৪ ক্যারেটের সোনায় মোড়ানো কাঠামো আর দুর্লভ কালো হীরার বোতাম যুক্ত করে্ একটি আইফোনের নকশা করেছেন যুক্তরাজ্যের স্টুয়ার্ট হিউজতাঁর দাবি, কালো হীরা যুক্ত এই আইফোন ৫টিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোনএক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন
নকশাবিদ স্টুয়ার্ট হিউজ মূলত দামি প্রযুক্তিপণ্যের নকশা করার জন্যই বিখ্যাতএর আগে হীরা, দামি রত্ন ও ডাইনোসরের হাড় দিয়ে আইপ্যাড ২ এর একটি নকশা করেছিলেন তিনিআর এবারে ১৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার দামের এ আইফোনটির নকশা করলেন তিনিবর্তমান বিশ্বের সবচেয়ে দামি হিসেবে দাবি করা হচ্ছে এই ফোনটিকে
স্মার্টফোনটির কাঠামোটি ২৪ ক্যারেটের সোনায় মুড়তে দুই মাসের বেশি সময় লেগেছে তাঁরস্টুয়ার্টের তৈরি আইফোন ৫-এর হোম বাটনটি ২৬ ক্যারেটের কালো হীরা আর পুরো কাঠামোতে আরও ৬০০ টি সাদা হীরাযুক্ত রয়েছেআইফোনটির ডিসপ্লে তৈরি হয়েছে মূল্যবান খনিজ পদার্থ স্যাফায়ার ব্যবহার করেফোনটির পেছনে অ্যাপলের লোগোটিকে সাজাতে ৫৩ টি হীরা ব্যবহার করেছেন নকশাবিদ স্টুয়ার্ট
যদি কেউ এ আইফোনটি কেনার কথা ভেবেও থাকেন, তিনি কিন্তু এটি কেনার কোনো সুযোগই পাবেন নাকারণ এটি তৈরিই হয়েছে নকশাবিদ স্টুয়ার্টের কাছে চীনেরজোনামের এক কোটিপতি ব্যবসায়ী ফরমায়েশেআর কালো হীরাটি চীনের ওই ব্যবসায়ীরই সংগ্রহে ছিল
চীনে অ্যাপল পণ্যের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে

 

১৫ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন