নিজাম সাহেবের ভূত নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ ও ফারুক আহমেদ। হুমায়ূন আহমেদের গল্প থেকে নাটকটি লিখেছেন জিনাত হোসেন, পরিচালনা করেছেন জুয়েল রানা। চ্যানেল আইয়ে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
অনুভবে অনুতাপে টেলিছবির দৃশ্যে অপূর্ব ও তারিন। লিখেছেন রুম্মান রশীদ খান, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এসএ টিভিতে টেলিছবিটি প্রচারিত হবে আজ রাত ১১টায়।
নীল কুয়াশায় নাটকে অভিনয় করেছেন তিন্নি, নোবেল ও তারিন। লিখেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটিএন বাংলায় আজ রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
বৃক্ষ অথবা জলের কাব্য নাটকের দৃশ্যে রিচি, রূপন্তী ও মাহফুজ আহমেদ।লিখেছেন আকিদুল ইসলাম, পরিচালনা করেছেন সকাল আহমেদ। আজ রাত সাড়ে ১১টায় এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
(রুপশী বাংলা নিউজ) ১৪ এপ্রিল /২০১৩.