মহাকাশ ভ্রমণে কোলন ক্যানসারের ঝুঁকি!

0
144
Print Friendly, PDF & Email

মহাকাশ ভ্রমণ কোলন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারেসম্প্রতি এমন আশঙ্কার কথাই জানালেন জর্জটাউন লম্বার্ডি কম্প্রেহেনসিভ ক্যানসার সেন্টারের কয়েকজন বিজ্ঞানীনাসার অর্থায়নে গুরুত্বপূর্ণ এক গবেষণা থেকে সম্প্রতি এমনটা জানানো হয়েছে
গবেষণাটি পরিচালনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন বিজ্ঞানীগবেষণার ফলাফলে বলা হয়েছে, মহাজাগতিক রশ্মির প্রভাবে কোলন ক্যানসারের ঝুঁকি বেড়ে যেতে পারেএক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই
এ প্রসঙ্গে এক বিবৃতিতে বিজ্ঞানী শুভংকর সুমন ও কমল দত্ত জানিয়েছেন, ‘আমরা ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে দেখেছি, মহাজাগতিক রশ্মি কোলন ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে
শুভংকর সুমন ও কমল দত্ত আরও জানিয়েছেন, ‘এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণকারণ, ক্যানসার ঝুঁকির বিষয়টি জানার পর ভবিষ্যতে মহাকাশ ভ্রমণকারীদের ক্যানসার ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথ উন্মুক্ত হলোআমাদের বিশ্বাস, ভবিষ্যতে মহাকাশ পর্যটক কিংবা নভচারীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ গবেষণা

 

(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন