পহেলা বৈশাখে খালেদার শুভেচ্ছা

0
159
Print Friendly, PDF & Email

পহেলা বৈশাখ ১৪২০ উপলক্ষে দেশ-বিদেশের সব বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াশনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানানখালেদা জিয়া বলেন, “সুদীর্ঘকাল ধরে নুতন আঙ্গিক, রূপ, বর্ণ ও বৈচিত্র নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখঅনন্তকাল ধরে গড়ে উঠা আমাদের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকারকে বিদেশি আধিপত্যবাদী প্রভুরা খর্ব করার নানা ফন্দি করেছে, কিন্তু সফল হয়নিতিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের গর্বিত ঐতিহ্যকেই স্মরণ করিয়ে দেয়, এদিন জেগে উঠে জাতির আত্মপরিচয়
 বিএনপি চেয়ারপারসন বলেন, “আমরা নানা ঘটনা ও দুর্ঘটনার স্বাক্ষী ১৪১৯ সালের চৌকাঠ ডিঙ্গিয়ে ১৪২০ সালের দরজায় উপস্থিত হয়েছিগত বছরের দুঃখ, অবসাদ-ক্লান্তি, হতাশা-গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা নববর্ষতিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গবাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও জাতীয় সংস্কৃতির অবিচেছদ্য অংশএ বছরের এ দিনে আমি সবার কল্যাণ কামনা করি
খালেদা জিয়া বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখবাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধময়সমাজ থেকে চিরতরে বিদায় নিক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি (রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন