‘গুলাব গ্যাং’ ছবিতে মায়ের সঙ্গে গাইলেন মাধুরী

0
128
Print Friendly, PDF & Email

নাচে পারদর্শিতার জন্য সুপরিচিত বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতএবার ছবির গানে কণ্ঠ দিলেন তিনিমুক্তিপ্রতীক্ষিত গুলাব গ্যাংছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানে কণ্ঠ দিয়েছেন এ তারকা অভিনেত্রীঘটনার এখানেই শেষ নয়গানটিতে মাধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তাঁর মা স্নেহলতা দীক্ষিত
মা-মেয়েকে দিয়ে গান করানোর এ কৃতিত্ব গুলাব গ্যাংছবির প্রযোজক অনুভব সিনহারতিনিই মাধুরী ও তাঁর মাকে ছবিটির একটি গানে কণ্ঠ দিতে রাজি করিয়েছেনএক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ
এ প্রসঙ্গে অনুভব বলেন, ‘মাধুরীকে ছবিটির একটি গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিলে তিনি সানন্দে রাজি হয়ে যানগানটির রেকর্ডিংয়ের সময় মাধুরীর সঙ্গে তাঁর মা-ও এসেছিলেনঘটনাচক্রে আমরা আবিষ্কার করলাম, তাঁর মা অনেক ভালো গান করেনতখন মিসেস দীক্ষিতকে আমরা মাধুরীর সঙ্গে গান গাওয়ার অনুরোধ জানালামতিনি রাজিও হলেনএভাবেই মা-মেয়ের কণ্ঠে দারুণ একটি গানের রেকর্ডিং সম্পন্ন হলো
অনুভব আরও বলেন, ‘গানটি আমার অনেক ভালো লেগেছেগানের দৃশ্যায়নও চমত্কার হয়েছেছবির শুটিংয়ের কাজ অনেকটাই গুছিয়ে এসেছেএ বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি আমরা
ছবিটি পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন সৌমিক সেনছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন জুহি চাওলা, হুমা কুরেশী, মাহি গিল প্রমুখ

 

 (রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন