নাচে পারদর্শিতার জন্য সুপরিচিত বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এবার ছবির গানে কণ্ঠ দিলেন তিনি। মুক্তিপ্রতীক্ষিত ‘গুলাব গ্যাং’ ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানে কণ্ঠ দিয়েছেন এ তারকা অভিনেত্রী। ঘটনার এখানেই শেষ নয়। গানটিতে মাধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তাঁর মা স্নেহলতা দীক্ষিত।
মা-মেয়েকে দিয়ে গান করানোর এ কৃতিত্ব ‘গুলাব গ্যাং’ ছবির প্রযোজক অনুভব সিনহার। তিনিই মাধুরী ও তাঁর মাকে ছবিটির একটি গানে কণ্ঠ দিতে রাজি করিয়েছেন। এক খবরে এমনটিই জানিয়েছে ‘ইন্দো-এশিয়ান নিউজ’।
এ প্রসঙ্গে অনুভব বলেন, ‘মাধুরীকে ছবিটির একটি গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিলে তিনি সানন্দে রাজি হয়ে যান। গানটির রেকর্ডিংয়ের সময় মাধুরীর সঙ্গে তাঁর মা-ও এসেছিলেন। ঘটনাচক্রে আমরা আবিষ্কার করলাম, তাঁর মা অনেক ভালো গান করেন। তখন মিসেস দীক্ষিতকে আমরা মাধুরীর সঙ্গে গান গাওয়ার অনুরোধ জানালাম। তিনি রাজিও হলেন। এভাবেই মা-মেয়ের কণ্ঠে দারুণ একটি গানের রেকর্ডিং সম্পন্ন হলো।’
অনুভব আরও বলেন, ‘গানটি আমার অনেক ভালো লেগেছে। গানের দৃশ্যায়নও চমত্কার হয়েছে। ছবির শুটিংয়ের কাজ অনেকটাই গুছিয়ে এসেছে। এ বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি আমরা।’
ছবিটি পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন সৌমিক সেন। ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন জুহি চাওলা, হুমা কুরেশী, মাহি গিল প্রমুখ।
(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.