মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ

0
176
Print Friendly, PDF & Email

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নতুন অভিযোগ দেওয়া হয়েছেগত বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানায় লিখিত এ অভিযোগ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
অভিযোগে বলা হয়, পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তনের সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের ছবিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ইমামদের মানববন্ধন বলে প্রচার করে পত্রিকাটিগত ৬ ডিসেম্বর পত্রিকাটির অনলাইন সংস্করণে এ বিভ্রান্তি ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং এতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়
ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অভিযোগের তদন্ত চলছেআদালতের অনুমতি সাপেক্ষে এটি সাইবার অপরাধ (আইসিটি) আইনের মামলায় রূপান্তর করা হবে
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, ডিবির অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের হওয়া মামলায় মাহমুদুর রহমানকে বৃহস্পতিবার পত্রিকাটির কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ
ওই দিন রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডে অবস্থিত পত্রিকাটির ছাপাখানায় তল্লাশির পর যন্ত্র ও মালপত্র জব্দ করে সেটি তালা মেরে সিলগালা করে দেয় ডিবিতবে বিশেষ ব্যবস্থায় গতকাল আমার দেশ সীমিত আকারে প্রকাশিত হয়েছেপত্রিকা কর্তৃপক্ষ বিকল্প ছাপাখানায় সীমিত আকারে পত্রিকা প্রকাশের বিষয়টি গতকাল জেলা প্রশাসককে অবহিত করেছে বলে একজন সাংবাদিক জানিয়েছেন
গতকাল বিকেলেও ছাপাখানার প্রধান ফটকের সামনে পুলিশ পাহারা দেখা যায়পুলিশ কর্মকর্তারা জানান, ওই ছাপাখানা থেকে পত্রিকাটি প্রকাশ করা যাবে না
মাহমুদুর রহমান রাষ্ট্রদ্রোহসহ তিন মামলায় ১৩ দিনের রিমান্ডে আছেনতদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডিবি কার্যালয়ে মাহমুদুর রহমানকে স্কাইপ কথোপকথনসহ মামলা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

 

 (রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন