তত্ত্বাবধায়ক না আনলে গণবিস্ফোরণে সরকারের পতন হবে: রফিকুল

0
117
Print Friendly, PDF & Email

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, টিআইবি যে প্রস্তাব দিয়েছে এর সঙ্গে আরও প্রস্তাব মিলিয়ে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে হবেঅন্যথায় গণবিস্ফোরণে এই সরকারের পতন হবে
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও তত্ত্বাবধায়ক সরকার গঠনবিষয়ক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেনজাতীয়তাবাদী কর্মজীবী উন্নয়ন পরিষদ এর আয়োজন করে
বিএনপির এই নেতা দাবি করেন, দেশের প্রতি পাড়ায় সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণ দেখা গেছেএ অবস্থায় যেনতেন নির্বাচন করলে জনগণ মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন
বিএনপির নেতাদের আটকের নিন্দা জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, জেল, জুলুম ও নির্যাতন করে আন্দোলন স্তব্ধ করা যায় নাজনগণ জেগে উঠেছেতিনি অভিযোগ করেন, সরকার শেয়ারবাজার ও পদ্মা সেতু কেলেঙ্কারিতে জড়িত চোরদের গ্রেপ্তার না করে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করছেতিনি অবিলম্বে তাঁদের মুক্তির দাবি জানান

 

(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন