বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নেতা আরিফ রায়হানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ নয় দফা দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে বুয়েটের শহীদ মিনার-সংলগ্ন প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারীদের ঢুকতে দেওয়া হয়নি। এরপর আরিফ রায়হানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ নয় দফা দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে আজ বুয়েটে কোনো ক্লাস হয়নি।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে—আরিফের চিকিত্সার ব্যয় বহন ও চিকিত্সাকালীন নিরাপত্তা নিশ্চিত; হামলার সুষ্ঠু বিচারে বুয়েট কর্তৃপক্ষের উদ্যোগে মামলা দায়ের; সরকারের উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুততম সময়ে প্রতিবেদন প্রদান, দোষীদের শনাক্ত ও বিচার নিশ্চিতকরণ; ঘটনার পূর্ণ বিবরণ, কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ এবং প্রশাসনের অবস্থান আজ বিকেল চারটার মধ্যে জানানো; সব হল ও একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের নিরাপত্তা পুনর্বিন্যাস ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন; হামলায় বুয়েটের কেউ জড়িত থাকলে তাদের বিচারের আওতায় আনা; নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালকের জবাবদিহি ও নিরাপত্তা কর্মকর্তাকে অব্যাহতি; পলাশী মোড় ও বকশি বাজার গেটে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং যেকোনো হামলার ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিত্সার ব্যয় বুয়েট কর্তৃক বহন।
ছাত্রলীগের বুয়েট শাখার নেতা আরিফ রায়হানকে গত মঙ্গলবার তাঁর কক্ষে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আরিফ স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন।বুয়েটের নজরুল ইসলাম হলে এ হামলা হয়। এ ঘটনায় পুলিশ নজরুল ইসলাম হলের দারোয়ান জাকির হোসেনকে আটক করেছে। আরিফ যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও নজরুল ইসলাম হলের ২২৪ নম্বর কক্ষের বাসিন্দা। তিনি ছাত্রলীগের বুয়েট শাখা আহ্বায়ক কমিটির সদস্য।
(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.