ভারতেই ২০০৯ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগের আনুষ্ঠানিক যাত্রা। প্রতিযোগিতার সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।পঞ্চমবারে এবার ভারতে ফিরছে চ্যাম্পিয়নস লিগ। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মোট ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের এই তৃতীয় আসর। প্রতিযোগিতাটি শুরু হবে এ বছরের সেপ্টেম্বর থেকে।
এ বছরের চ্যাম্পিয়নস লিগে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে মোট আটটি দল। এদের মধ্যে আছে দক্ষিণ আফ্রিকার দুটি দল হাইভেল্ড লায়নস ও টাইটানস; অস্ট্রেলিয়ার দুটি পার্থ স্করচার্স ও ব্রিসবেন হিটস; ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো। চ্যাম্পিয়নস লিগে প্রাধান্য পাচ্ছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএল। চলমান আইপিএলের প্রথম তিনটি দল সরাসরি অংশ নিতে পারবে চ্যাম্পিয়নস লিগে। এ ছাড়াও চতুর্থ আরেকটি দল থাকবে বাছাই পর্বের লড়াইয়ে। বাছাই পর্বের অন্য তিনটি দল অংশ নিচ্ছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে। বাছাই পর্বের এই চারটি দলের মধ্যে চূড়ান্ত লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে শীর্ষ দুটি দল।
গ্রুপ ‘এ’: আইপিএলের প্রথম দল (ভারত), হাইভেল্ড লায়নস (দক্ষিণ আফ্রিকা), পার্থ স্করচার্স (অস্ট্রেলিয়া), আইপিএলের তৃতীয় দল (ভারত) ও বাছাই পর্বের প্রথম দল
গ্রুপ ‘বি’: আইপিএলের দ্বিতীয় দল (ভারত), টাইটানস (দক্ষিণ আফ্রিকা), ব্রিসবেন হিট (অস্ট্রেলিয়া), ত্রিনিদাদ ও টোবাগো (ওয়েস্ট ইন্ডিজ) ও বাছাই পর্বের দ্বিতীয় দল
বাছাই পর্ব: আইপিএলের চতুর্থ দল (ভারত), ওটাগো ভোল্টস (নিউজিল্যান্ড), শ্রীলঙ্কার শীর্ষ দল, ফয়সালাবাদ উলভস (পাকিস্তান)। ক্রিকইনফো।
(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.