গাজীপুরের বেশ কয়েটি স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে গাজীপুরের মৌচাক, তেলিচালা, ভোগড়া, গাজীপুরা, স্টেশন রোড এলাকা ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক কারণে এ যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সামনে গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক ও বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়। পরে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ রেকার দিয়ে বাস ও ট্রাকটি সরিয়ে দিলে রাত সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়। এতে গতকাল মির্জাপুর থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ ১৫ থেকে ১৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি নতুন বাজার এলাকায় আজ ভোরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কের কোনাবাড়ি থেকে কড্ডা, মৌচাক, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এখনো ওই রাস্তায় যানবাহন স্থবির হয়ে আছে।
কোনাবাড়ি হাইওয়ে থানার (প্রস্তাবিত) পরিদর্শক আলমগীর সিদ্দিক প্রথম আলো ডটকমকে জানান, কোনাবাড়ি এলাকায় আজ সকালে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।
এ ছাড়া গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তার প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে আছে।
গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) পরিদর্শক জুবায়েদুল আলম প্রথম আলো ডটকমকে জানান, হরতালের পর সড়কে গাড়ির ব্যাপক চাপ থাকায় ও মাঝেমধ্যে ট্রাক বিকল হয়ে পড়ায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.