প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। বাংলাদেশ হবে রাজাকার-আলবদরমুক্ত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ; যে দেশে ধর্মপ্রাণ মানুষ উত্সবমুখর পরিবেশে তাদের ধর্ম পালন করবে। এটি নবী করিম (সা.) তাঁর বিদায়ী ভাষণে বলেছেন।
আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পাবনা জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ হত্যা বন্ধ করুন। এসব করে মনের আকাঙ্ক্ষা পূরণ হবে না। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না। অপরাধ যা করেছেন, মামলা থেকে বাঁচতে পারবেন না।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, এ কে খন্দকার, মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, আবুল হাসনাত আবদুল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক।
(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.