বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের সঙ্গে আলোচনার কোনো পরিবেশে নেই। পরিবেশ সৃষ্টি করতে হলে বিরোধী দলের সব নেতার মুক্তি এবং সব মামলা নিঃশর্তে প্রত্যাহার করতে হবে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির নেতার সব নেতার মুক্তির দাবিতে কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
গতকাল শুক্রবার টিআইবির দেওয়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রস্তাব সম্পর্কে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্থাটির প্রস্তাবে এটা পরিষ্কার যে, তারাও মনে করে দলীয় সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।
বিএনপির এই নেতা বলেন, সরকারের আন্তরিকতা এবং বিরোধী দলের সম্মতি ছাড়া কোনো প্রস্তাব কার্যকর হবে না। এ জন্য আলোচনার মাধ্যমেই সবকিছু করতে হবে।কিন্তু আলোচনার কোনো পরিবেশ নেই। পরিবেশ সৃষ্টি করতে হলে বিরোধী দলের সব নেতার মুক্তি দিতে হবে। তাঁদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা নিঃশর্তে প্রত্যাহার করতে হবে।
খন্দকার মোশাররফ বলেন, টিআইবির এই প্রস্তাব সরকার কীভাবে দেখছে, তা দেখে বিএনপি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.