ইদানীং তরলজাতীয় বিশেষ দ্রব্য, বিশেষ করে ভোজ্যতেলজাতীয় দ্রব্য বিক্রিতে ৯০০ মিলিলিটার পরিমাপের বোতল পাওয়া যায়। যেকোনো পরিমাপের বোতল তৈরি হতে পারে, দোষের কিছু নেই, যদি তা দিয়ে ঠকানোর ব্যাপারস্যাপার না ঘটে। ৯০০ মিলিলিটার পরিমাপের বোতলে সমস্যা হচ্ছে। খরিদ্দারেরা ঠকছে বিভিন্নভাবে।অসাধু ব্যবসায়ীরা ৯০০ মিলিলিটারকে এক লিটার বলে চালিয়ে দেয় হরহামেশাই।সাধারণ মানুষ না বুঝে ঠকছে। আর একটি সমস্যা হচ্ছে, এই বোতল পরে দুধ কিংবা যেকোনো তরল পদার্থ পরিমাপে ব্যবহূত হয়। তখন কাগজের লেভেল উঠে গিয়ে ৯০০ মিলিলিটার কিংবা এক লিটারের কোনো চিহ্ন থাকে না।
ফলে এখানেও ঠকানো কিংবা ঠকার কারবার চলতে থাকে। এ বিবেচনায় ৯০০ মিলিলিটার পরিমাপের বোতল উৎপাদন বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ পরিমাপের বোতল উৎপাদন বন্ধ রাখতে আহ্বান করছি।
কংকন কুমার সরকার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
(রুপশী বাংলা নিউজ) ১৩ এপ্রিল /২০১৩.