সেমিফাইনালে দুই দেশের চার ক্লাব

0
173
Print Friendly, PDF & Email

সেমিফাইনালে দুই দেশের চার ক্লাবসেখানে কি ঘরোয়া লিগের প্রতিদ্বন্দ্বীরাই মুখোমুখি হচ্ছে, নাকি সেই সম্ভাবনা তোলা থাকবে ওয়েম্বলির ফাইনালের জন্য? শেষ পর্যন্ত বেঁচে থাকল দ্বিতীয় সম্ভাবনাটাইবার্সেলোনা-বায়ার্ন ও রিয়াল-ডর্টমুন্ড সেমিফাইনাল লাইনআপ খুলে দিল অল স্প্যানিশ বা অল জার্মান ফাইনালের সম্ভাবনার দ্বার২৫ মের ফাইনালটির আরেকটি এল ক্লাসিকোহয়ে যাওয়াও এখন খুবই সম্ভব
কাল সুইজারল্যান্ডের নিয়নে ড্রয়ের মাধ্যমে সেমিফাইনাল প্রতিপক্ষ ঠিক করে দিলেন রুদ ফন নিস্টলরয়সাবেক ডাচ স্ট্রাইকার প্রথমেই তুললেন বায়ার্নের নামকে হবে তাদের প্রতিপক্ষতা জানতে রুদ্ধশ্বাস অপেক্ষানিস্টলরয় তুললেন বার্সেলোনার নামহোসে মরিনহো কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন! প্রতিপক্ষ হিসেবে বায়ার্নের চেয়ে বরুশিয়াকেই তাঁর পছন্দ করার কথাআবার কে জানে, প্রতিশোধের সুযোগ হারানোটাকেও বড় করে দেখতে পারেন রিয়াল কোচগতবার যে সেমিফাইনালে এই বায়ার্নই শেষ করে দিয়েছিল রিয়ালের পরম আরাধ্য দশমশিরোপা-স্বপ্ন
দুই সেমিফাইনালই তো ফাইনালে ওঠার সিঁড়ি, তবে বার্সেলোনা-বায়ার্ন লড়াইয়েই যে বেশি রোমাঞ্চের আহ্বান, এটি বোধ হয় না বললেও চলেবায়ার্ন বুন্দেসলিগা জিতে নিয়েছে এরই মধ্যেবার্সেলোনাও প্রায় নিশ্চিত করে ফেলেছে লা লিগার শিরোপাচ্যাম্পিয়নস লিগেও সেই ফর্মের ধারাবাহিকতাএই ম্যাচে ফেবারিট বেছে নেওয়া আসলেই কঠিনবায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম যেমন বললেন, ‘আমাদের লন্ডনে যাওয়ার সম্ভাবনা ৫০-৫০ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকা বার্সেলোনার নতুন ফুটবল পরিচালক আন্তনিও জুবিজারেতাও সরাসরি কোনো পূর্বাভাস না দিয়ে নিরাপদ পথে হেঁটেছেন, ‘দারুণ দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে
বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হেইঙ্কেস তো মানসপটে এখনই রাতটা দেখতে পাচ্ছেন, ‘আমি ঐন্দ্রজালিক একটা ফুটবলের রাতের দিকে তাকিয়ে আছিচার বছর ধরে সৃষ্টিশীলতার ফুল ফোটাচ্ছে, এমন একটা দলের সঙ্গে খেলাটা বড় এক চ্যালেঞ্জএটা আসলেই দুই দৈত্যের লড়াই
অন্য সেমিফাইনালটি আর যা-ই হোক, ‘দুই দৈত্যের লড়াইনয়তবে বরুশিয়া ডর্টমুন্ডকে পেয়েও রিয়ালের ফাইনালে উঠে গেছিভাবার কোনো কারণই নেইএবারই তো গ্রুপ পর্বে দুই ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি রিয়ালনিজেদের মাঠে ২-২ গোলে ড্রয়ের পর ডর্টমুন্ডের মাঠে হারতে হয়েছে ২-১ গোলেসাবেক রিয়াল তারকা ও বর্তমানে ক্লাবের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো সেটা মনে করিয়ে দলকে যেন সাবধান করে দিলেন, ‘আমরা ডর্টমুন্ডকে সম্মান করিদুবার খেলেও ওদের আমরা হারাতে পারিনিকিন্তু আমরা সবাই ওয়েম্বলির দিকে তাকিয়ে আছিএটারই স্বপ্ন দেখছি আমরাএএফপি, ওয়েবসাইট
ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স জোয়াকিম ওয়াজকে অবশ্য গ্রুপ পর্বের ফলকে বড় করে দেখাচ্ছেন না, ‘আমার মনে হয়, প্রথম দুটি (গ্রুপ পর্বের) খেলার জন্য ওরা আমাদের ভয় পাবেওরা আমাদের সম্মান করবে, আমরাও করব
ঘটনাচক্রে এটাই প্রেরণা হতে পারে রিয়ালের জন্যমরিনহো সর্বশেষ যেবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন, সেমিফাইনালে মরিনহোর ইন্টারের প্রতিপক্ষ ছিল গ্রুপসঙ্গী বার্সাসেবারও গ্রুপ পর্বে নিজেদের মাঠে ড্র করে ন্যু ক্যাম্পে হেরেছিল ইন্টারসেমিফাইনালে শেষ হাসিটা অবশ্য মরিনহোই হেসেছিলেনরিয়ালের প্রেরণার জায়গা আছে আরেকটিএর আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ডর্টমুন্ডের সঙ্গে একবারই দেখা হয়েছিলসেই বাধা পেরিয়ে ফাইনালে ওঠা রিয়ালই পরেছিল বিজয়ীর বরমাল্য

 

( ১৩ এপ্রিল/২০১৩) নিউজরুম।

 

শেয়ার করুন