১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যৌথভাবে ছবি নির্মাণের সিদ্ধান্তে একমত হলেনবাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ভারতের তথ্যমন্ত্রী মনীষতিওয়ারি।
সম্প্রতি ভারত সফরে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি নির্মাণেরবিষয়ে মনীষ তিওয়ারির সঙ্গে আলোচনার টেবিলে বসেন হাসানুল হক ইনু।বিস্তারিত আলোচনার পর যত দ্রুত সম্ভব ছবি তৈরির এ প্রস্তাব বাস্তবায়নেরপক্ষে মত দেন তাঁরা।
ছবিটিতে মুক্তিযুদ্ধের চিত্র বড় পরিসরে ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি এইছবির মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানও তুলে ধরাহবে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
সূত্রটি আরও জানিয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গেযুদ্ধের সময় যেসব ভারতীয় সৈনিক তাঁদের জীবন উত্সর্গ করেছিলেন, বাংলাদেশেরপক্ষ থেকে তাঁদের নামের তালিকা চাওয়া হয়েছে।
(১২ এপ্রিল/২০১৩) নিউজরুম।