মালয়েশিয়ায় বেসরকারি উদ্যোগে বাংলাদেশের ছবির বাণিজ্যিক প্রদর্শনী হচ্ছে।এরই মধ্যে স্থানীয় প্রতিষ্ঠান ওয়ারনেট কমিউনিকেশন বাংলাদেশ থেকে চারটি ছবি আমদানি করেছে। ছবিগুলো হলো স্বামীভাগ্য, ছোট সংসার, অংক ও এক জবান।
ওয়ারনেট কমিউনিকেশনের পরিচালক (ইভেন্টস, বিপণন) মোহাম্মদ মাহমুদ উর রহমান গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে মুঠোফোনে জানান, গত শনি ও রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেনটুল সিনেপ্লেক্স এবং ক্লাংয়ে সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে স্বামীভাগ্য ও ছোট সংসার ছবি দুটির প্রদর্শনী হয়েছে। এর মধ্যে শনিবার সকালে সেনটুল সিনেপ্লেক্সে বাংলাদেশের ছবির বাণিজ্যিক প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান। তিনি সপরিবারে সকালের প্রদর্শনীটি উপভোগ করেন।
মোহাম্মদ মাহমুদ উর রহমান বলেন, ‘মালয়েশিয়ায় এখন প্রায় সাত লাখ বাংলাদেশি আছেন। মূলত তাঁদের বিনোদন দেওয়ার জন্যই বাংলাদেশ থেকে ছবি আমদানির সিদ্ধান্ত নিয়েছি। মালয়েশিয়ার বিভিন্ন স্থানে সপ্তাহের শনি ও রোববার আমরা নিয়মিত বাংলাদেশের ছবির প্রদর্শনী করব।’
(১২ এপ্রিল/২০১৩)নিউজরুম।