পয়লা বৈশাখের অনুষ্ঠানে এলআরবি

0
174
Print Friendly, PDF & Email

পয়লা বৈশাখের অনুষ্ঠানে গান করবে এলআরবিএলআরবির আইয়ুব বাচ্চু জানান, পয়লা বৈশাখ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজিত হাজারও কণ্ঠে বর্ষবরণঅনুষ্ঠানে গান করবে এলআরবিবিকেলে এলআরবি গান করবে এআইইউবিতে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে
অসুস্থতার পর কিছুদিন বিশ্রামে ছিলেন আইয়ুব বাচ্চুএখন আবার তিনি নিয়মিত গান গাইছেনজানালেন, সম্প্রতি এলআরবি গান করেছে ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়েঢাকায় ফিরে তাঁরা গান করেছেন একটি দূতাবাসেপাশাপাশি তিনি এখন বাংলাদেশি আইডলঅনুষ্ঠানের বিচারক হিসেবেও কাজ করছেন
আইয়ুব বাচ্চু বলেন, ‘বাংলা নববর্ষের অনুষ্ঠানগুলোতে বছর দুয়েক ধরে আমরাও গান গাইছিএটা আমাদের ব্যান্ডের শ্রোতাদের জন্য ভালো খবর

 

(১২ এপ্রিল/২০১৩) নিউজরুম।

 

শেয়ার করুন