পয়লা বৈশাখের অনুষ্ঠানে গান করবে এলআরবি। এলআরবির আইয়ুব বাচ্চু জানান, পয়লা বৈশাখ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজিত ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানে গান করবে এলআরবি। বিকেলে এলআরবি গান করবে এআইইউবিতে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে।
অসুস্থতার পর কিছুদিন বিশ্রামে ছিলেন আইয়ুব বাচ্চু। এখন আবার তিনি নিয়মিত গান গাইছেন। জানালেন, সম্প্রতি এলআরবি গান করেছে ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ঢাকায় ফিরে তাঁরা গান করেছেন একটি দূতাবাসে।পাশাপাশি তিনি এখন ‘বাংলাদেশি আইডল’ অনুষ্ঠানের বিচারক হিসেবেও কাজ করছেন।
আইয়ুব বাচ্চু বলেন, ‘বাংলা নববর্ষের অনুষ্ঠানগুলোতে বছর দুয়েক ধরে আমরাও গান গাইছি। এটা আমাদের ব্যান্ডের শ্রোতাদের জন্য ভালো খবর।’
(১২ এপ্রিল/২০১৩) নিউজরুম।