সারফেস ব্র্যান্ডের ৭ ইঞ্চি মাপের ট্যাব বাজারে আনতে পারে বিশ্বের বৃহত্তমসফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। উইন্ডোজনির্ভর সাশ্রয়ী এ ট্যাবলেটটি চলতিবছরের শেষ নাগাদ বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।
আজ ১১ এপ্রিল মাইক্রোসফটের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের নেক্সাস ৭, অ্যাপলের আইপ্যাড মিনির সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতাকরতেই ছোট আকারের ট্যাব বাজারে আনবে মাইক্রোসফট।
বাজার গবেষকেরা জানিয়েছেন, ২০১২ সালের শেষ তিন মাসে যে ট্যাবগুলো বাজারেএসেছিল তার অধিকাংশই ছিল ৮ ইঞ্চির কাছাকাছি। গবেষকেরা বলছেন, আগামী বছর হবেস্মার্টফোনের চেয়ে বড় আবার ট্যাবলেটের চেয়ে ছোটো আকারের পণ্য বাফ্যাবলেটের বছর। মাইক্রোসফট ৭ ইঞ্চি মাপের ছোটো আকারের ট্যাবলেট এনে বাজারেনিজেদের অবস্থান করে নিতে চাইছে।
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের ২৬ অক্টোবর ১০ ইঞ্চি মাপের উইন্ডোজ আরটিনির্ভর ট্যাবলেট বাজারে এনেছিল মাইক্রোসফট। পরবর্তীতে চলতি বছরেরফেব্রুয়ারি উইন্ডোজ প্রো নির্ভর সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে এনেছেমাইক্রোসফট।
গবেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফট শিগগিরই হয়তো সারফেস ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব দিয়ে বাজার দখলের চেষ্টা করতে পারে।
অবশ্য, বাজার গবেষকেদের ধারণা সম্পর্কে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
(১২ এপ্রিল/২০১৩) নিউজরুম।