টাচ স্ক্রিন কিবোর্ড

0
147
Print Friendly, PDF & Email

স্বচ্ছ ও সহজেই ভাঁজ করা যাবে এমন প্লাস্টিক থেকে টাচ স্ক্রিন ও কিবোর্ড তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা
গবেষকেদের দাবি, খুব পাতলা আকৃতির এ কিবোর্ড টাচ স্ক্রিন হিসেবেও ব্যবহার করা যাবে এবং এ কিবোর্ড ব্যবহারে কিবোর্ডের বাটন চাপার মতোই অনুভূতি পাওয়া যাবে
সানফ্রান্সিসকোর প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি পলিমার্সের গবেষকেরা স্বচ্ছ ও অত্যন্ত পাতলা এ কিবোর্ড তৈরি করছেনআগামী বছর নাগাদ এ কিবোর্ড স্মার্টফোন ও ট্যাবলেটে টাচ স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবেএ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ার
গবেষকেরা জানিয়েছেন, টাচ স্ক্রিনযুক্ত পণ্যে বিশেষ পলিমারের ব্যবহারে টাচ স্ক্রিনের ওপরে কিবোর্ডের বাটনগুলো স্পর্শ করার অনুভূতি পাওয়া যাবেসাধারণত টাচ স্ক্রিন সুবিধার কোনো পণ্যে আলাদাভাবে কোনো কি-বাটনের স্পর্শ অনুভব করা যায় না বলেই দ্রুতগতিতে টাইপ করা কষ্টকরতবে স্ট্র্যাটেজি পলিমার্সের তৈরি স্বচ্ছ ও নমনীয় প্লাস্টিকের ব্যবহারে টাচ স্ক্রিনে কিবোর্ডের অনুভূতি পাবেন ব্যবহারকারী

 

(১২ এপ্রিল/২০১৩) নিউজরুম।

 

শেয়ার করুন