ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইএর সাবেক ও বর্তমান পরিচালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বৃহস্পতিবার রাত ন’টার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও এ থেকে উত্তোরণের উপায় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত আছেন আব্দুল আউয়াল মিন্টু, এসএম শফিউজ্জামান, এসএম ফজলুল হক, খোরশেদ আলী মোল্লা, সিরাজুল ইসলাম প্রমুখ।আর খালেদা জিয়ার সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।
(বিএনপি বিডি নিউজ) ১১ এপ্রিল /২০১৩.