সাম্প্রতিক সময়ে বর্ণবাদ বিতর্কে বেশ কয়েকবার তোলপাড় হয়েছে ফুটবল বিশ্ব। মারিও বালোতেল্লি, প্যাট্রিক ভিয়েরা, স্যামুয়েল ইতোদের মতো তারকা খেলোয়াড়দের দিকেও ছুটে এসেছে বর্ণবাদী মন্তব্যের তির। এবার ফুটবল অঙ্গনকে বর্ণবাদের বিতর্ক থেকে মুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা—উয়েফা। বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত দোষী খেলোয়াড়কে কমপক্ষে ১০টি ম্যাচে নিষিদ্ধ করার প্রস্তাব করেছে তারা। নতুন এই আইন ২০১৩-১৪ মৌসুম থেকে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন উয়েফার সাধারণ সম্পাদক জিয়ানি ইনফ্যানটিনো।
ম্যানচেস্টারে এক সংবাদ সম্মেলনে জিয়ানি ইনফ্যানটিনো বলেন, মাঠে এবং মাঠের বাইরের ক্রমবর্ধমান এ সমস্যাটি সমাধানের লক্ষ্যেই এমন প্রস্তাব করা হয়েছে। বর্ণবাদের অভিযোগ উঠলে রেফারিকে খেলা বন্ধ করার সুপারিশও করা হয়েছে।
দর্শকেরাও বাদ যাবেন না নতুন এই আইনের আওতা থেকে। ইনফ্যানটিনো জানিয়েছেন, কোনো দর্শক যদি বর্ণবাদের দায়ে অভিযুক্ত হন, তাহলে তাঁকে ওই স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ ও ৫০ হাজার ইউরো জরিমানা করা হবে। এ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা পরিষ্কার যে আইনটা খুবই কঠোর এবং সবার জন্যই আমরা এটা প্রয়োগ করতে যাচ্ছি’।
সম্প্রতি ফুটবলে বর্ণবাদ বিতর্কটি তীব্রতর হয়েছে কেভিন প্রিন্স বোয়েটাং বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার পর। ইতালিতে একটি প্রীতি ম্যাচ খেলতে নেমে দর্শকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হয়ে মাঠ ছেড়ে চলে যান এসি মিলানের মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়েটাং।
(রুপশী বাংলা নিউজ) ১১ এপ্রিল /২০১৩.