ভালোবাসা বোঝেন না রিয়ান্না!

0
126
Print Friendly, PDF & Email

কেউ কি ভালোবাসা বোঝেন? অনেকেই হয়তো বোঝেন, আবার অনেকের কাছেই ভালোবাসা এখনো অধরা; রহস্যময়অনেকেই প্রশ্ন তোলেন- এ নিয়েসম্প্রতি হলিউডের সংগীতশিল্পী রিয়ান্না নিজেকে ভালোবাসা না বোঝাদের এই দলটিতেই ফেলেছেনএক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেল ফার্স্ট
সম্প্রতি এক অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে ভালোবাসা সম্পর্কে প্রশ্ন ছুঁড়ে দিয়ে নিজের পক্ষটাও জানিয়ে দেন তিনিরিয়ান্না বলেন, যারা আজও ভালোবাসার কিছুই বোঝেন না, তিনি সে দলে পড়েন
ডায়মন্ডস ট্যুরে দর্শকদের উদ্দেশ্যে ভালোবাসা সম্পর্কিত প্রশ্ন ছুঁড়ে দিয়ে রিয়ান্না গেয়ে ওঠেনঅ্যানঅ্যাপোলোজেটিকঅ্যালবামের হোয়াট নাউগানটি
প্রশ্ন উঠতেই পারে রিয়ান্না কী একা রয়েছেন বলেই এ তথ্য জানিয়েছেন? তবে রিয়ান্নার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রেমিক ক্রিস ব্রাউনের কাছাকাছিই আছেন তিনিতবে কর্মব্যস্ততার কারণে দেখা সাক্ষাতের অবসর মেলে না এ জুটির(রুপশী বাংলা নিউজ) ১১ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন