আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগ-বিএনপিকে আলোচনায় বসাতে কোনো দূতিয়ালির প্রয়োজন নেই। আমরা সব সময় আলোচনার জন্য প্রস্তুত।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল বকচত্বরে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মাহমুদুর রহমানের বিরুদ্ধে টাকা নেওয়ার কথা বলায়, তিনি আমার প্রতি গোসসা হয়েছিলেন। কিন্তু যে পত্রিকায় তাঁর বিরুদ্ধে এই সংবাদ ছাপা হয়েছে, তার বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। দুঃখজনকভাবে তিনি আজ সকালে গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে কী অপরাধ, সেটা খুঁজে বের করা হবে।হেফাজতে ইসলামের টাকা লেনদেনে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আশা করি ব্যবস্থা নেওয়া হবে।’
হানিফ বলেন, ‘আজকের হরতাল কেন ডাকা হয়েছে, তা জানি না। তবে আমরা যতটুকু জেনেছি, যুদ্ধাপরাধীদের রক্ষা, খালেদা জিয়া নিজেকে ও তাঁর দুই ছেলেকে রক্ষার জন্য জামায়াতের ছাত্র সংগঠন শিবিরকে দিয়ে এই হরতাল ডেকেছেন।’
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, ‘বগুড়া সফর শেষে খালেদা জিয়া শিবিরের সঙ্গে গোপনে বৈঠক করেন। ওই বৈঠকের পরই শিবির সবচেয়ে বেশি সহিংস হয়ে ওঠে। ওনার সংগঠন ক্ষয়িষ্ণু হয়ে পড়ায় তিনি এখন অন্য দলের নেতা-কর্মীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।’ নাশকতার স্বার্থে শিবিরের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেছেন বলে অভিযোগ করেন তিনি।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘আসুন, আলোচনার মাধ্যমে সমস্যা নিরসন করি। আমাদের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও তাঁদের সংসদে এসে আলোচনার কথা বলেছেন। কিন্তু তাঁরা আসছেন না। কারণ তাঁদের লক্ষ্য শুধু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নয়, তাঁদের লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা।’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সহ-সভাপতি হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
(রুপশী বাংলা নিউজ) ১১ এপ্রিল /২০১৩.