আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁকে ‘সরকারের গণবিরোধী নীতি ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর’ উল্লেখ করে তাঁর গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া প্রকাশ করে খালেদা জিয়া মাহমুদুর রহমানের মুক্তির দাবি করেন।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারের বাকশালি চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। তিনি গণমাধ্যমের ওপর ‘নিপীড়ন-নির্যাতন’ বন্ধ করে স্বাধীনতার মূল চেতনা ও স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী মত, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার দলন করে আসছে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয়ে শাসকদল ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাস, দখল, লুটপাটসহ সর্বগ্রাসী দুর্নীতিতে নিজেদের আকণ্ঠ নিমজ্জিত রেখেছে। নিজেদের অপশাসন টিকিয়ে রাখতে এরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য গুম, অপহরণ ও গুপ্তহত্যার মতো নৃশংস পথ বেছে নিয়েছে।’
(রুপশী বাংলা নিউজ) ১১ এপ্রিল /২০১৩.