তথ্যপ্রযুক্তি আইনে মাহমুদুর গ্রেপ্তার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

0
131
Print Friendly, PDF & Email

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘তথ্যপ্রযুক্তি আইনে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছেআইনের শাসন প্রতিষ্ঠা করতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে নাতাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছেতদন্তে দোষী প্রমাণিত হলে তাঁকে আইনের মুখোমুখি হতেই হবে
আজ বৃহস্পতিবার রাজধানীর জিরো পয়েন্টে কৃষক লীগ আয়োজিত হরতালবিরোধী এক সমাবেশে শামসুল হক এসব কথা বলেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ করে শামসুল হক বলেন, ‘দেশকে অশান্ত করতে অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য করছেন খালেদা জিয়াতিনি এটা করছেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এবং নিজেকে ও দুই সন্তানকে বাঁচানোর জন্যএসব করে তাঁদের রক্ষা করা যাবে না
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নারী প্রগতির বিরুদ্ধে ধর্মান্ধ মওদুদী জামায়াতকে কাজে লাগিয়ে যুদ্ধ ঘোষণা করেছেনজামায়াত নেতাদের মেয়েরা মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পড়াশোনা ও কাজ করছেনএতে কোনো সমস্যা হয় নাতাই এসব ষড়যন্ত্রকারীকে দেশ থেকে বিতাড়িত করতে হবে
সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লাবক্তব্য দেন: কৃষক লীগের সাধারণ সম্পাদক শাসসুল হক, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ

 

(রুপশী বাংলা নিউজ) ১১ এপ্রিল /২০১৩.

 

শেয়ার করুন