রাজধানীর তেজগাঁও থানায় করা তিনটি মামলায় দৈনিক ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। তেজগাঁও থানায় করা তথ্যপ্রযুক্তি ও রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ দিন এবং একই থানার আরও দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদককে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে তথ্যপ্রযুক্তি ও রাষ্ট্রদ্রোহ মামলায় সাত দিন এবং অন্য দুটি মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড শুনানিতে কোনো আইনজীবী নিয়োগ দেননি মাহমুদুর রহমান। তিনি নিজেই আদালতে কথা বলেন। মাহমুদুর বলেন, ‘আমি জানি, এই মামলায় আমাকে জামিন দেওয়া হবে না।রিমান্ড বাতিল করা হবে না। আইনজীবী নিয়োগ দিলে তাঁরা বোকার মতো জামিন চাইতেন এবং রিমান্ড বাতিলের আবেদন করতেন। এই মামলায় আমাকে জামিন দেওয়া হবে না। রিমান্ড দেওয়া হবে। তাই মাননীয় আদালত, আমি নিজেই আমার বিষয়ে শুনানি করছি। আমি কোনো আইনজীবী নিয়োগ দিইনি। এখন আপনি আদেশ দিতে পারেন।’
শাহবাগ থানার পৃথক চারটি ও রমনা থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে পুলিশের সূত্র জানিয়েছে।
আজ সকাল নয়টার দিকে ‘আমার দেশ’ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে বেলা আড়াইটার দিকে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলো ডটকমকে বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির ব্রিফিং: মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে আজ সকাল ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, ২০১২ সালের ১৪ ডিসেম্বর তেজগাঁও থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবং তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৬ ও ৫৭ ধারায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নানা ধরনের সমস্যা ও তদন্তের কারণে তাঁকে এত দিন গ্রেপ্তার করা যায়নি বলে জানান উপকমিশনার মাসুদুর রহমান।
বিএনপির নিন্দা: মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান বলেন, এভাবে হঠাত্ করে অনেকটা গোপনে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করাটা ন্যক্কারজনক। ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদকের মুক্তি দাবি করেন তিনি।
সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ: মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে আমার দেশ পরিবার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। বেলা একটার পর সমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশের কারণে ওই সময় প্রেসক্লাব এলাকায় যান চলাচল বন্ধ থাকে। সমাবেশ থেকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ঘোষণা দেন, আগামীকাল সকাল ১০টার মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া না হলে ১১টায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আমিন, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
খেলাফতের বিক্ষোভ মিছিল: মাহমুদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে আজ রাজধানীর কামরাঙ্গীচরে খেলাফত আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে।
(রুপশী বাংলা নিউজ) ১১ এপ্রিল /২০১৩.