সিংড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও পথসভা

0
155
Print Friendly, PDF & Email

 আল্লাহ, রাসুল (সঃ) ও কোরআন নিয়ে কটাক্ষকারী নাস্তিক ব্লগারদের অবিলম্বে ফাঁসি ও ১৩দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখাসোমবার দুপুর ১২টায় হেফাজতে ইসলাম বাংলাদেশর ব্যানারে আলেম সমাজ ও সাধারণ মুসল্লিরা এক বিক্ষোভ মিছিল শেষে কোট মাঠে এক পথ সভায় এই ঘোষণা দেনবক্তারা বর্তমান সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, লংমার্চে বাঁধা দিয়ে মৌচাকে ঢেল দিয়েছেনঅবিল¤^ সরকারকে ১৩দফা দাবি মেনে নিয়ে ইসলামের পক্ষ নেয়ার আহবান জানানএসময় ইসলাম ভক্ত মুসল্লিরা নাস্তিক ব্লগারদের দুই গালে জুতা মারো তালে তালে, অবিল¤^ ফাঁসি চাই, হরতাল সফল করসহ বিভিন্ন শ্লোগানে সিংড়া পৌর শহর মুখরিত করে তুলেবক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনের সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান, মাওলানা হাবিবুর রহমান, মুফতি আলী হাসান প্রমূখ

(রুপশী বাংলা নিউজ) ০৮ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন