সিংড়ায় পূর্ববাংলা সর্বহারা পার্টির পোষ্টারিং জনমনে আতংক

0
156
Print Friendly, PDF & Email

নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল চরমপন্থী অধ্যুষিত কুসু¤ি^ কালিগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টি ব্যাপক পোষ্টার বিলি করেছেএদিকে জামায়াত-শিবিরের হামলা ও সহিংসতার আশঙ্কায় সিংড়া উপজেলার বৃহত্তম ব্যবসা কেন্দ্র কুসু¤ি^ কালিগঞ্জ বাজার থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার এক মাসের মাথায় পূর্ববাংলা সর্বহারা পার্টির পোষ্টার বিলিতে শত শত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে

        পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার চরমপন্থী অধ্যুষিত ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় পূর্ববাংলা সর্বহারা পার্টির উদ্যোগে শত শত প্রিন্ট করা পোষ্টার বিলি করা হয়েছেপোষ্টারে লেখা হয়েছে জ্বালানী তেল, বিদ্যু ও পরিবহন ভাড়া বৃদ্ধি রুখে দাড়াও, দুর্নীতিবাজ,সন্ত্রাসী, লুটেরা ও সাম্রাজ্যবাদের দালাল বড় ধনী শাসক শ্রেণীর শাসন উচ্ছেদ করে কৃষক-শ্রমিক-দরিদ্র ও সাধারণ মানুষের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠার জন্য বিপ্লবী লড়াই গড়ে তুলুন এ রকম আহবান জানানো হয়েছেপোষ্টারের নিচে পূর্ব বাংলার সর্বহারা পার্টি, জানুয়ারী,২০১৩ উল্লেখ রয়েছে

        সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজুর রহমান জানান, এলাকায় আতংক সৃষ্টির জন্য কেউ সর্বহারা পার্টির পোষ্টার ফেলে রেখে গেছেতবে পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করা হলেও ওই এলাকায় সার্বক্ষণিক মোবাইল টিম কাজ করছে বলে জানান তিনি

 (রুপশী বাংলা নিউজ) ০৭ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন