নাটোরের সিংড়ায় শনিবার সকালে পৌর কমিউনিটি সেন্টারে জামায়াতের দায়ীত্বশীল সমাবেশে হাজারও নেতাকর্মীর ঢল নামে। এসময় ইসলাম বিরোধী ও ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ দাবিতে নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে। বক্তারা বর্তমান সরকারকে মোনাফেক ও নাস্তিক সরকার আখ্যা দিয়ে এদেশ থেকে নাস্তিক, ব্লগারদের বিতড়িত না করা পর্যন্ত রাজপথে থেকে সকল আন্দোলনে অংশ গ্রহনের আহবান জানান। সমাবেশে সিংড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী আকবর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইউনুছ আলী, সেক্রেটারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন, তরবিয়াত সেক্রেটারী অধ্যক্ষ বেলালুজ্জামান, প্রধান নির্বাচন পরিচালক জয়নাল আবেদীন, শহর আমীর আতিকুল ইসলাম, সিংড়া থানা সেক্রেটারী প্রফেসর আমান উল্যাহ, সহকারী সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, ছাত্র শিবির সভাপতি আব্দুর রহমান প্রমূখ।
(রুপশী বাংলা নিউজ) ০৬ এপ্রিল /২০১৩.