সিরাজগঞ্জের তাড়াশের বিনসাড়া হাইস্কুল পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্যের প্রস্তাবও অমান্য করা হয়েছে। এ ঘটনায় একজন দাতা সদস্য বাদী হয়ে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। এতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও বিবাদী করা হয়েছে।
মামলা ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি অনিয়ম করে তথাকথিত প্রতিষ্ঠাতা বানিয়ে শাজাহান আলী সরকারকে সভাপতি করে তাড়াশ উপজেলার বিনাড়া হাইস্কুলের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনা প্রকাশ হলে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্য গাজী মোঃ ইসহাক হোসেন তালুকদার বারুহাস ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মোক্তার হোসেনকে সভাপতি করে ওই বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করার জন্য একটি পত্রও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠান। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে গঠিত ওই কমিটি বাতিল এবং প্রতিকার চেয়ে দাতা সদস্য ও বিনসাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ প্রথমে স্থানীয় উপজেলা নির্বাহী ও মাধ্যমিক শিক্ষা অফিসার’র নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। তাতেও কোন প্রতিকার না পেয়ে পরবর্তীতে তিনি সিরাজগঞ্জ আদালতে একটি মামলা দার্য়ে করেন। যাহার নং- ১৯৭/১২। মামলায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, বিদ্যালয় পরিদর্শক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাজাহান আলী এবং প্রধান শিক্ষককেও বিবাদী করা হয়। ফলে পরিচালনা কমিটি স্থগিত হয়ে যায়। তারপরও ওই কমিটি দিয়েই অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। যা প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধও বটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছেঠ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে কথা বলতে নারাজ ওই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক।
(রুপশী বাংলা নিউজ) ০৬ এপ্রিল /২০১৩.