নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামে বসত বাড়ি ও মসজিদে আগুন লেগে প্রায় ৫লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কাউয়াটিকরী জামে মসজিদের পাশের জমিতে পতিত গমের ভুষি থেকে আগুনের সূত্রপাত ঘটলে এলাকাবাসী দেড় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে চারটি বসত বাড়ি সম্পূর্ণ ভস্মিভুত হয় এবং ১টি পাওয়ার ট্রিলার, ৩ব্যারেল তেল, ধান মাড়াই মেশিন ও কাউয়াটিকরী জামে মসজিদের জেনারেটর, সৌর বিদ্যুৎ সহ মসজিদের যাবতীয় জিনিস পত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক সেলিম রেজা জানান, আগুনে তার প্রায় ৩লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মসজিদ ও ক্ষতিগ্রস্থ কৃষকের প্রায় ৫লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
(রুপশী বাংলা নিউজ) ০৫ এপ্রিল /২০১৩.