সিংড়া থেকে লংমার্চে যেতে পুলিশের বাঁধা রাস্তায় শুয়ে প্রতিবাদ

0
178
Print Friendly, PDF & Email

নাটোরের সিংড়া থেকে ঢাকা অভিমুখে হেফাজতে ইসলামের লংমার্চে যেতে কর্মী সমর্থকদের পুলিশ বাধা দিয়েছেনাটোর পুলিশ লাইনের সামনে বাস ট্রাকসহ সকল পরিবহন তল্লাসী চালিয়ে দাড়ি টুপিওয়ালা মানুষদের ঢাকা যেতে বাধা দিয়ে বাড়ি ফিরে যেতে বলা হয়এ ঘটনায় বেশ কয়েকটি বাস থেকে নামানো মুসল্লিরা তানিক পুলিশ লাইনের সামনেই নাটোর-ঢাকা মহাসড়কে দুপুরের প্রখর রোদে শুয়ে থেকে প্রতিবাদ জানায়পুলিশ সেখান থেকে তাদের উঠিয়ে দিলে পরে তারা শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা অফিসের সামনে বিোভ মিছিল করেমিছিলে নেতৃত্বদান কারী সিংড়ার মাওলানা হাবিবুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা ইসরাইল ও মাওলানা আসাদুজ্জামান জানান, তাদের অনেকেই খুব সকালে বাস নিয়ে ঢাকায় রওনা হলে যমুনা ব্রীজ থেকে পুলিশ দিণ ও উত্তরবঙ্গের অসংখ্য বাসের সাথে তাদের সিংড়া এ্যলিগেনস ও সিংড়া এক্সপ্রেস নামের তিনটি বাস ফিরিয়ে দেয়এদিকে বৃহস্পতিবার রাত থেকে নাটোর ষ্টেশন থেকে ঢাকার ট্রেনের টিকিট দেয়া বন্ধ করে দেয়া হয়েছেফলে বাস ও ট্রেন কোন ভাবেই এ অঞ্চলের মুসল্লিরা লংমার্চে অংশ নিতে পারছেন নাহেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, গুটি কয়েক পুলিশ দিয়ে তাদের লংমার্চ বন্ধ করা যাবে না বলে হুসিয়ারী করেন

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ বাস আটকে দেয়ার কথা ¯^ীকার করলেও কেন আটকে দিয়েছেন তা বলেন নাই

(রুপশী বাংলা নিউজ) ০৫ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন