শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়তেই ঢাকায় ১০ এপ্রিল বিএনপির মহাসমাবেশ -যুগ্ম মহাসচিব মিনু

0
164
Print Friendly, PDF & Email

বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ১০ এপ্রিল ঢাকার মহা সমাবেশ থেকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ ঘোষণা করা হবেআর এটাই হবে এ সরকারের আমলে বিএনপির শেষ মহা সমাবেশ  দেশ চালাতে ব্যর্থ হওয়া এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে আর দেশের মানুষ ¶মতায় দেখতে চায় না বলেই বিরোধী দল তথা বিএনপি মহাসমাবেশ থেকে এই ঘোষণা দিবেতিনি শুক্রবার নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির কর্র্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনতিনি বলেন তারা গণহত্যা সহ তাদের সকল ব্যর্থতা ঢাকতে নিত্য নতুন ইস্যু নিয়ে দেশের মানুষকে ব্যস্ত করে তুলছে যাতে তাদের পুরাতন সব অপরাধ ঢাকা পড়ে যায় কিন্তু সাধারন মানুষ এখন আর অতোটা বোকা নেইমিনু বলেন এখন এই সরকার মুখে ইসলামের কথা বলে প্রকাশ্যেই ইসলাম বিরোধী ব্লগারদের প¶ নিয়ে দেশের শতকরা নব্বই ভাগ মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের সৃষ্ট আওয়ামী হেফাজত লীগকে দিয়ে হরতাল ডেকে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ লংমার্চে বাধা দিচ্ছেতিনি নাটোরের জনপ্রিয় নেতা সাবেক মন্ত্রী দুলুসহ আটক সকল নেতাকর্মীদের অবিল¤ে^ মুক্তির দাবী জানানসভায় জেলা বিএনপির ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন

(রুপশী বাংলা নিউজ) ০৫ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন