তাড়াশে পাওয়া ছেলেটি কার ?

0
213
Print Friendly, PDF & Email

বোবা ছেলেটি তার বাবা-মার কাছে যেতে চায়বাক প্রতিবন্ধী এ ছেলেটি সপ্তাহকাল যাব সিরাজগঞ্জের তাড়াশ  উপজেলার কহিত গ্রামের দুলাল হোসেনের বাড়িতে আশ্রিত রয়েছে

জানাগেছে, তাড়াশ উপজেলার কোহিত গ্রামের দুলাল হোসেন রাজধানী ঢাকা সংলগ্ন কেরানীগঞ্জ এলাকার শ্রমিক সরদারের কাজ করেগত সপ্তাহে হযরতপুর এলাকার ঢালিকান্দী বাজারে চায়ের দোকানে হঠা করে ছেলেটি দুলালের কাছে উপস্থিত হয়মুখে কোন কথা বলতে পারেনাইশারায় ুধার কথা জানালে দুলাল তাকে দোকানে রুটি খেতে দেয়এরপর ছেলেটি আর তার সঙ্গ ছাড়তে চায়নিদুলাল বাড়ি ফেরার সময় ছেলেটি তার সাথে চলে আসেতার ব্য়স আনুমানিক ১৪ বছরউক্ত ছেলেটির বাম চোখের উপর ভ্রƒতে কাটা দাগ আছে এবং ডান হাতের কনুইয়ের নিচে কাটা গভীর দাগ রয়েছেগতকাল বৃহস্পতিবার তাড়াশ থানার অফিসার ইনচার্জকে বোবা ছেলেটি সম্পর্কে অবহিত করা হয়েছেতিনি ছেলেটিকে দুলাল হোসেনের হেফাযতে রাখার পরামর্শ দিয়েছেন

(রুপশী বাংলা নিউজ) ০৫ এপ্রিল /২০১৩.

শেয়ার করুন