নাটোরের সিংড়ায় টর্ণেডোতে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন শহর বিএনপির সভাপতি ও ম্যাব মহাসচিব মেয়র শামিম আল রাজি। সোমবার সকালে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ মটগ্রাম ও নতুনপাড়া পরিদর্শন কালে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সাহায্য সহ তাদের দ্রুত পূণর্বাসন জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় মেয়র শামিম আল রাজি উপস্থিত দুর্গত মানুষ ও সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে টর্ণেডোর বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে সিংড়া উপজেলার টর্ণেডোতে ক্ষতিগ্রস্থদের পূণর্বাসন করার প্রতিশ্রæতি ব্যক্ত করেছেন।
(রুপশী বাংলা নিউজ) ০১ এপ্রিল /২০১৩.