তাড়াশে নারী নির্যাতন, এসিড নি¶েপ, যৌতুক, বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ জাতিসংঘের যৌথ কর্মসূচীর অংশ হিসেবে ২দিন ব্যাপি প্রশি¶ণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার তাড়াশ পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়।
সামাজিক ¶মতায়ন কর্মসূচীর আওতায় সিরাজগঞ্জ ব্র্যাক অফিসের সহযোগিতায় এবং স্থানীয় সরকার বাস্তবায়নে ইউনিয়ন কমিটির সদস্য ও ইউপি সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যান কার্যক্রম ইউএনডিপি’র অর্থায়নে উক্ত আলোচনা সভায় সম¶ ধারা প্রদান করেন ব্র্যাক সিরাজগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক আশীষ পাল ও সিরাজগঞ্জ ব্র্যাক অফিসের ম্যানেজার নিলুফা আকতার। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক তাড়াশ অফিসের শারমিন আক্তার, নারী নেত্রী জয়নব বেগম, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন প্রমূখ।এতে তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০জন ইউপি সদস্য সদস্যা ও গন্যমান্য ব্যাক্তি অংশ গ্রহন করেন।
(রুপশী বাংলা নিউজ) ০১ এপ্রিল /২০১৩.