বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় লক্ষ্য করে গুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ১৮ দলীয় জোটের সমন্বয়ক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।সোমবার দুপুরে ১৮ দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখার এক জরুরি সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ নির্দেশ দেন।তিনি বলেন, “এ ঘটনা ন্যক্কারজনক। এর জবাব প্রতিবাদে নয়, প্রতিরোধের মধ্যে দিয়ে সরকারকে দেওয়া হবে। আপনারা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাজপথে প্রতিরোধ গড়ে তুলুন।”
সভায় জানানো হয়, মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালে জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নেবে এবং প্রয়োজনে পুলিশ প্রশাসন ও শাসকদলের ক্যাডারদের হামলা নির্যাতন সম্মিলিতভাবে মোকাবেলা করবে।
সভা থেকে খুলনা জেলা কারাগারে বন্দী জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, মহানগর জামায়াতের নায়েবের আমির অধ্যাপক আব্দুল মতিন, বিএনপি নেতা শেখ ফারুক হোসেন, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ সব বন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্তুজা, সৈয়দা নার্গিস আলী, বিজেপির মহানগর সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, পিপলস পার্টির মহানগর সভাপতি ডা. সৈয়দ আফতাব হোসেন, খেলাফত মজলিসের নেতা মাওলানা নাসির উদ্দিন, বিজেপির নেতা সিরাজ উদ্দিন সেন্টু প্রমুখ।
(রুপশী বাংলা নিউজ) ০১ এপ্রিল /২০১৩.