বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে রাজাকার ও সন্ত্রাসীদের ধ্বংসাশ্রয়ী নেত্রী বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁতী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।নাসিম বলেন, “খালেদা জিয়া এখন মানুষ হত্যা করছেন এবং হত্যাকারীদের মদদ দিচ্ছেন।”
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গুলির ঘটনা প্রসঙ্গে নাসিম বলেন, “আমরা দেখেছি, কয়েকদিন আগে বিএনপি বোমার নাটক সাজিয়ে হরতাল ডেকেছিল। আজ আবার আরেকটি ঘটনা সাজানো হয়েছে। খালেদা জিয়া শিবিরের সমর্থনে হরতাল ডেকেছেন।” কোনো সুস্থ ও সুনাগরিক মঙ্গলবারের হরতাল পালন করবেন না উল্লেখ করে তিনি বলেন, “আপনারা গাড়ি চালাবেন, দোকান খুলবেন। আওয়ামী লীগ নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদেরও পাশে থাকবে।” নাসিম বলেন, “খালেদা জিয়া হরতালে নামে সাধারণ মানুষের ওপর নির্যাতনের চাবুক চাপিয়ে দিচ্ছেন। এগুলো হরতাল নয়, নির্যাতন।”
সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর বিএনপি-জামায়াতের হামলা প্রসঙ্গে তিনি বলেন, “এ পুলিশ সদস্যরা কোনো দলের নয়, কোনো শক্তির নয়। তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। তারা গ্রামের গরিব ঘরের সন্তান। তাদের ওপর আপনাদের এত রাগ কেন? আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেন। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেবেন না।”
তাঁতী লীগের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, মহানগরীর প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম, তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক সাধনা দাসগুপ্তা।(রুপশী বাংলা নিউজ) ০১ এপ্রিল /২০১৩.