বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ বলেছেন, বিএনপিসহ ১৮ দলীয় জোটের দেড়শ’ নেতাকর্মীকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার খেসারত আওয়ামী লীগকে দিতে হবে।সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হৃদয়ে বাংলাদেশ’ নামে এক সংগঠন আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যে পুলিশরা এই নেতাকর্মীদের গ্রেফতার করেছে তারাই একদিন আওয়ামী লীগের কুকীর্তি ফাঁস করে দেবে।” হৃদয়ে বাংলাদেশের সভাপতি (অব.) মেজর হানিফের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যরিস্টার সারোয়ার হোসেন। মেজর জেনারেল (অব.) নুরল আমিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।তিনি মঙ্গলবারের হরতালকে সফল করার আহব্বান জানান। পাশাপাশি আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে কিভাবে গুলি হয় তা নিয়ে প্রশ্ন করেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমার নেত্রীকে বলেন পাকিস্তানে চলে যেতে। আর আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলি আপনি কেন উর্দু ভাষা শিখেছেন?” তিনি বলেন, “বর্তমান সরকার যে গণহত্যা চালিয়েছে তার একদিন বিচার করা হবে। পুলিশের অস্ত্র থাকলে গুলি করতে হবে এটা কোনো যুক্তি না।”
(রুপশী বাংলা নিউজ) ০১ এপ্রিল /২০১৩.