ভালো চিত্রনাট্যের সন্ধান পেলে সালমান খানের সঙ্গে অভিনয় করবেন আমির খান।সালমান-আমির জুটির বিখ্যাত ছবি আন্দাজ আপনা আপনার কথা এখনো নাকি ভুলতে পারেননি আমির। গত শনিবার এক অনুষ্ঠানে আমির বললেন, ‘সালমানের সঙ্গে কাজ করতে দারুণ আগ্রহী। অন্য রকম কোনো চিত্রনাট্য পেলে আবারও সালমানের সঙ্গে অভিনয় করতে চাই।’ বরাবরের মতোই যেনতেন কাহিনির গল্পে অভিনয় করতে ভীষণ আপত্তি আমিরের, ‘সালমানের সঙ্গে আগে থেকে ঘোষণা দিয়ে কোনো ছবিতে অভিনয় করতে চাই না। আমি ছবির কাহিনি-গল্প পড়ে ভিন্ন কোনো স্বাদ পেলেই অভিনয়ের ব্যাপারে “হ্যাঁ” বলব।’ নিজের সর্বশেষ ছবি তালাশ-এর ওপর অনুষ্ঠিত দর্শক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে কথাগুলো বলেন আমির।আইএএনএস।
(রুপশী বাংলা নিউজ) ০১ এপ্রিল /২০১৩.