নাটোরের সিংড়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আঘাতে প্রায় ২৫টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে এবং উঠতি বোরো ধান, গম, ভূট্রাসহ ফসলের ব্যাপক ¶তি হয়েছে। এতে ১কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় কয়েক মিনিটের ঝড়ে এ বিপর্যস্ত ঘটেছে।
কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আকস্মিক কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে সিংড়া উপজেলার শেরকোল, লালোর, হাতিয়ান্দহ, কলম, তাজপুর, ইটালী ইউনিয়ন ও পৌরসভার প্রায় ২৫টি গ্রামে ৩২৩টি পরিবার সম্পূর্ণ এবং ৫১১টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ৩হাজার হেক্টর উঠতি বোরো ধান, গম, ভূট্রা, খেসারি, সবজিসহ বিভিন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নাটোর-বগুড়া মহাসড়ক এবং বিভিন্ন ইউনিয়নের আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বৈদ্যুতিক খুটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিংড়া উপজেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা হিসেবে চিহ্নি করা হয়েছে শেরকোল, নীলচড়া, পুটিমারী মটগ্রাম।
তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খান, কৃষি কর্মকর্তা সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসানসহ স্থানীয় জন প্রতিনিধিরা।
৩১ মার্চ/২০১৩/নিউজরুম.