সিংড়ায় দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ

0
145
Print Friendly, PDF & Email

সিংড়ায় “দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৩”উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সততা সংঘের সদস্যদের মাঝে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছেশনিবার সিংড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জোড়মল্লিকা নিঙ্গইন উচ্চ বিদ্যালয় ও শোলাকুড়া ইসলামীয়া আলীম মাদ্রাসায় সততা সংঘের সদস্যদের নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করানো হয়সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদবক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, অধ্যক্ষ মাওলানা নাজমূল হক, সততা সংঘের সদস্য সুমাইয়া সুলতানা, এনায়েত হোসেন প্রমূখসততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ করান দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক সাইফুল ইসলাম

৩০ মার্চ/২০১৩/নিউজরুম.

শেয়ার করুন