সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোমেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে শিক্ষকদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল।
লিখিত অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোমেন উপজেলার হামকুড়িয়া, কালুপাড়া-বাঁশবাড়ীয়া, ঘরগ্রাম, কুন্দাশন ও রাণীর হাট চককলামুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গত ৬ মাসের বিদ্যালয়ের কন্টিজেন্সি বিল না দিয়ে প্রায় ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে।
এ ঘটনা ওই বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকগণ তাড়াশ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানিয়েও কোন প্রতিকার পাননি। পরবর্তীতে এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ১৩ মার্চ হামকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ ইউসুফ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ছাড়াও তিনি গত ১০-১১ইং অর্থ বছরের বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মনহরপুর, মাদারজানি ও কাঞ্চনেশ্বর সহ ৫টি বিদ্যালয়ের প্রায় ১ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে কথা বলতে নারাজ অভিযুক্ত শিক্ষা অফিসার আব্দুল মোমেন। অপরদিকে চলতি অর্থ বছরে এ উপজেলার বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার প্রায় অর্ধকোটি টাকা লুটপাটের পাঁয়তারা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ মার্চ/২০১৩/নিউজরুম.