বলিউডের সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের পর গায়িকা ও গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর প্রথম মিউজিক ভিডিও ইন মাই সিটি প্রকাশিত হয় গত বছরের ২৯ জানুয়ারি। এবার আসছে তাঁর দ্বিতীয় মিউজিক ভিডিও।চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মিউজিক ভিডিওটির শুটিং শুরু হবে। গানটির শিরোনাম এখনো ঘোষণা করা হয়নি। এ বছরের গ্রীষ্মেই মুক্তি পাবে মিউজিক ভিডিওটি।
প্রিয়াঙ্কা বলেন, ‘আমার দ্বিতীয় গানটি প্রকাশিত হওয়ার কিছুদিনের মাথায় পুরো অ্যালবাম মুক্তি দেওয়া হবে। এটা মিউজিক কোম্পানির সিদ্ধান্ত, আমার নয়।পশ্চিমা দেশগুলোয় এই রীতিতেই অ্যালবাম মুক্তি দেওয়া হয়।
(২৭ মার্চ/২০১৩) নিউজরুম।